Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘টুম্পা সোনা’ গান গাইল রানু মণ্ডল, ফেসবুকে চরম ভাইরাল এই ভিডিও

Updated :  Monday, March 15, 2021 7:32 PM

বর্তমানের গতিময়তার জীবনে এখন প্রায় সবার কাছেই ইন্টারনেট কানেকশন আছে। ইন্টারনেট ছাড়া এখন কোন কাজ সুষ্ঠুভাবে করা যায় না। তারমধ্যে এখন প্রায় প্রত্যেকটি মানুষ তাদের অবসর সময় সোশ্যাল মিডিয়ার জগতে বিচরণ করে সময় অতিবাহিত করেন। নেটদুনিয়ায় বিচরণ করা প্রত্যেকটি মানুষ লতাকণ্ঠি রানু মন্ডলকে চেনেন না এমনটা হতে পারে না। রানাঘাট স্টেশনে বসে হতদরিদ্র রানু মন্ডল গান গেয়ে বলিউড লাইমলাইট অব্দি পৌঁছে গিয়েছেন। এমনকি সে জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার সাথে একটি গানও গেয়েছেন।

বলিউডের লাইমলাইটে থাকাকালীন লকডাউন পড়ে যাওয়ায় ও তার সেলিব্রেটি হওয়ার অহংকারে তার পতন হয়। স্বপ্ননগরী মুম্বাই ছেড়ে তাকে ফিরে আসতে হয় পশ্চিমবঙ্গের রানাঘাটে। তারপর লকডাউন চলাকালীন কোন রকমে দিনযাপন করছিলেন তিনি। তবে সম্প্রতি আবারো দিন বদলাচ্ছে রানু মন্ডলের। তিনি পশ্চিমবঙ্গেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন। ফলে ফের লাইমলাইট ট্রাকে প্রত্যাবর্তন হচ্ছে রানাঘাটের রানু মন্ডলের।

তবে সম্প্রতি রানু মন্ডল আবারো নেটদুনিয়ার শিরোনামে এসেছে একটি গান গেয়ে। এবারের ভাইরাল ভিডিওতে সে চলতি বছরে বহুল প্রচলিত বাংলা গান, “টুম্পা সোনা” গানটি করেছে। রানু মন্ডল এর গলায় গানটি শুনে রীতিমত অবাক হয়ে গেছে গোটা নেটজনতা। তার গান করার ভিডিওটি লক্ষ লক্ষ মানুষ শেয়ার করেছেন। সেই সাথে রানু মন্ডলের গলার তারিফ করতে ভোলেনি দর্শকরা। এককথায় লাইক ও কমেন্ট এর বন্যায় ভেসে গেছে রানু মন্ডলের নতুন গান।