প্রার্থী তালিকায় বড় চমক, আজকেই ঘোষণা হচ্ছে বিজেপির বাকি আসনের তালিকা
দিল্লিতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠক সারলেন দিলীপ, মুকুল, রাজিব
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টির প্রথম ৪ দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে। এবারে পরের চারটি দফার জন্য প্রার্থী তালিকা ঘোষণা করার পালা। সেই নিয়ে দিল্লিতে গভীর রাত পর্যন্ত বিজেপির নির্বাচনী কমিটি সাথে বৈঠক হলো রাজ্য বিজেপি নেতৃত্বের।
সকাল সকাল নাগাদ কলকাতায় ফিরলেন দিলীপ ঘোষ, মুকুল রায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরে আসার পর তারা জানিয়ে দিলেন, আজকের হয়তো বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে যাবে। দিলীপ ঘোষ বললেন, “নির্বাচনের অন্তিম প্রার্থী তালিকা প্রায় তৈরি হয়ে গেছে। হয়তো আজকেই ওই প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”
বেশ কয়েকদিন ধরে বিজেপির আগের চারটি দফার প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ-বিক্ষোভের পালা চলছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যখন একটা নির্বাচন হয় তখন অনেকের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকে। দলের নেতারা কথা বলছেন দলের কর্মীদের সাথে। সবাই একসাথে মিলে বিজেপিকে জেতানো হবে।” অন্যদিকে, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করা হয়ে গিয়েছে। আমরা আমাদের মতামত জানিয়েছি। প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়ে যাবে। সমস্ত প্রার্থী নির্বাচন করেছেন সংসদীয় কমিটি।”
অন্যদিকে তিনিও বিজেপি কর্মীদের বিক্ষোভ কে তেমন একটা বড় করে দেখছেন না। রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “যখন একটা দল বড় হয় তখন মাঝেমধ্যে সেই দলে সমস্যা আসতেই পারে। তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তখনও এরকম কিছু সমস্যা হয়েছিল। সবার সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। দিলীপ ঘোষ এবং রাজিব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সুরে সুর মেলাতে দেখা গেলো মুকুল রায়কেও।