একুশে বাংলা বিধানসভা নির্বাচন শিয়রে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের ২৯৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও গেরুয়া শিবির ধাপে ধাপে তাদের প্রার্থী ঘোষণা করছে। প্রথমে বঙ্গ বিজেপি প্রথম ও দ্বিতীয় দফা ভোটের জন্য ৬০ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল। তারপর গত রবিবার দ্বিতীয় ও তৃতীয় দফা ভোটের জন্য ৬৩ আসনের প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির। তারপর গতকাল হঠাৎ করেই আরও ৪ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। এবারে বিজেপির তালিকায় যে তারকাদের ভিড় দেখা গিয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এবার গতকালের ৪ প্রার্থীর মধ্যেও ১ জন তারকা প্রার্থী জায়গা করে নিয়েছে।
গতকাল দলীয় সূত্রে জানা গেছে, উলুবেড়িয়া দক্ষিণ থেকে নির্বাচনে লড়ছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। এছাড়া বাকি তিন আসনের মধ্যে জগৎবল্লভপুর থেকে বিজেপি প্রার্থী হয়েছেন অনুপম ঘোষ। এছাড়া ফলতা ও বারইপুর পূর্ব থেকে বিজেপির প্রার্থী হয়েছে যথাক্রমে বিধান পাঁড়ুই ও চন্দন মন্ডল। গতকাল হঠাৎ করেই বিজেপি তাদের এই চার প্রার্থীর নাম ঘোষণা করে দেয়। তবে বঙ্গ রাজনীতিকে এখন চর্চার বিষয় হয়েছে তারকা প্রার্থীরা। বিশেষ করে গেরুয়া শিবিরের অন্দরে তারকা ও তৃণমূল প্রার্থীর ভিড়ে পুরনো কর্মীরা হারিয়ে যাওয়ায় তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
তবে গতকাল বিজেপি প্রার্থী হয়ে টলিউড তারকা অভিনেত্রী পাপিয়া অধিকারী জানিয়েছেন, “আমার কাছে সামনের নির্বাচন একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ মানেই হল একটা পরিবর্তন। দল আমাকে যোগ্য মনে করে যখন ভরসা করে প্রার্থী করেছে তখন তার দাম দেবো আমি। আমাকে যোগ্য মনে করার জন্য ধন্যবাদ। আমার এখন সকলের শুভেচ্ছা দরকার। জীবনের অনেকটা দায়িত্ব এক ধাক্কায় বেড়ে গেল। এমনিতেও দায়িত্ব নিয়ে কাজ করতে আমি খুব ভালোবাসি। রাজ্যের জন্য আমি খুশি খুশি কাজ করবো।”