জীবজগৎ বড় বিচিত্র। অদ্ভুত অদ্ভুত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রতিক্ষণে। কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল গরুর সঙ্গে একটি শিশুর সখ্যতা। স্বামী বিবেকানন্দ বলেছেন, “জীবে প্রেম করে যেইজন, সেই জন সেবিছে ঈশ্বর”। প্রকৃতপক্ষে “জীবই শিব”। শুধু মানুষই নয়, পশু-পাখিদের মধ্যেও রয়েছে মাতৃত্ব। বহু স্থানে দেখা গেছে মা কুকুর পরিত্যক্ত শিশুকে পাহারা দিয়েছে, তাকে রক্ষা করেছে। খাস কলকাতার বুকেই ঘটেছিল এমন ঘটনা। রাতভর কয়েকটি মা কুকুর পাহারা দিয়েছিল একটি পরিত্যক্ত শিশুকন্যাকে। সেই কন্যাটিই বর্তমানে বলিউড তারকা মিঠুন চক্রবর্তী (Mithun chakraborty)-র দত্তক কন্যা দিশানী (Dishani chakraborty)।
সম্প্রতি আরও একটি অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাঁদর রাস্তায় বসে রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি খুদে শিশু। বাঁদরটি কখনও শিশুটিকে জড়িয়ে ধরছে, কখনও আদরে ভরিয়ে দিচ্ছে। শিশুটি কিন্তু বাঁদরটিকে ভয় পাচ্ছে না। ভিডিওটি দেখে মনে হচ্ছে বাঁদরটি প্রকৃতপক্ষে শিশুটির পরিবারের পোষা। বাঁদরটিও কিন্তু পূর্ণবয়স্ক নয়। ভিডিওটি নিমেষে ভাইরাল হয়েছে সাইবার দুনিয়ায়।
এই ধরনে ভিডিওগুলি ভাইরাল হওয়া সত্ত্বেও এখনও অবধি অবলা পশুদের অত্যাচারিত হতে হয়। এখনও অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর কাছে এই মর্মে কেস আসছে, করোনার ভয়ে পোষ্য পশু-পাখিকে নিরাদরে রাস্তায় ছেড়ে দিয়ে যাচ্ছে মানুষ। যেদিন জীবজগতে অবলা পশু-পাখিদের সম্মান দেওয়া হবে, সেদিন পালিত হবে প্রকৃত মানবধর্ম।