‘পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল সাফ হবে’, শাহ সভায় দাঁড়িয়ে হুংকার শিশির অধিকারীর
অমিত শাহের এগরার জনসভায় আজ উপস্থিত হয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। এটি মন্দিরা যে সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। তারই মধ্যে নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে দলবদল ইস্যু। একের পর এক তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করেছেন। তবে অনেকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জল্পনা চলছিল যে তৃণমূল দলত্যাগী শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী কি দলবদল করবেন? আজ রবিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শিশির অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এগরার সভায় হাজির হয়েছেন। বিজেপির মঞ্চে দাঁড়িয়ে তিনি হুংকার দিয়ে বলেছেন, “পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস সাফ হবে।”
শিশির অধিকারী কি তাহলে সক্রিয়ভাবে বিজেপিতে যোগদান করেছেন নাকি এই প্রশ্নের উত্তরে তিনি চাঁচাছোলা ভাষায় উত্তর দিয়েছেন, “বিজেপি ডেকেছে বলে আজকে আমি এসেছি। এখানে এলাকার উন্নয়ন নিয়ে কথা হবে। কারণ কেন্দ্রীয় সরকার চাইলে কি করতে পারে সেটা আমি জানি। এবারের নির্বাচনে সব পরিষ্কার হবে। মাঠ পরিষ্কার হবে। শুভেন্দু যেমন বলছে যে গোটা রাজ্যে পদ্মফুল ফুটবে ঠিক আমিও বলবো বিজেপি সবজায়গায় জিতবে।”
এছাড়া এদিন জনসভাতে পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, “অনেকেই প্রশ্ন করে আমি কি এখনো দলের সাথে আছি বা দলের লোকের সাথে কথা বলি। কিন্তু কি করে কথা বলবো। ডেইলি আমার পরিবারকে গদ্দার, মীরজাফর, চোর বলছে। ওদের সাথে কথা বলা যায় নাকি।”এছাড়াও তিনি জনসভায় উপস্থিত মানুষকে সম্মোধন করে বলেছেন, “আপনাদের আশীর্বাদে বিজেপি পার্টিকে সমৃদ্ধ করতে হবে। বিজেপি বাংলায় এলে তাদের শুভবুদ্ধি দিয়ে বাংলাকে রক্ষা করতে পারবে। অত্যাচার-অবিচার থেকে বাংলাকে বাঁচাবে। বিজেপির সাথে থাকুন এবং এগিয়ে চলুন।”