Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ক্ষমতায় আসলেই এইমসের মতো তিনটি হাসপাতাল, সঙ্গে পুরোহিতের জন্য ভাতা, ঘোষণা শাহের

Updated :  Sunday, March 21, 2021 10:32 PM

টার্গেট নবান্ন, এই কারণে ভোট শুরুর মোটামুটি এক সপ্তাহ আগে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করে দিল তাদের এবছরের নির্বাচনী ইশতেহার। ইশতেহার প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, “বিজেপি সব সময় সংকল্প পত্রকে গুরুত্বপূর্ণ স্থান দিয়ে এসেছে। এবারের সংকল্প পত্রে বাংলার জন্য অনেক কিছু থাকছে। আমরা কিভাবে সোনার বাংলা তৈরি করব, সেটা আমরা লিখিত আকারে প্রকাশ করেছি এই সংকল্প পত্রে। এই সংকল্প পথের উপর ভিত্তি করে আমরা একাধিক জায়গায় সরকার চালিয়ে এসেছি। শুধুমাত্র আমাদের মস্তিষ্কপ্রসূত নয়, এই সম্পর্ক পত্রের জন্য আমার রাজ্যের বিভিন্ন স্তরের মানুষের মতামত গ্রহণ করেছি।”

অমিত শাহ বললেন, “সরকার গঠনের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সহকারী বেতন ভুকদের জন্য সপ্তম বেতন কমিশন আমরা শুরু করব। উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন এ এইমসের মত তিনটি হাসপাতাল আমরা তৈরি করতে চলেছি।” অমিত শাহ আরো বললেন, “এই সোনার বাংলা কোন অলীক কল্পনা হবে না। আমরা অতীতে দেখে এসেছি বাংলা ভারতের থেকে এগিয়ে থাকতো। বাংলা থেকেই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল। ভারতের জাতীয় সংগীত জনগণমন অধিনায়ক, সঙ্গে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, সবকিছুই এই বাংলার মাটিতেই তৈরি হয়েছে।”

তিনি আরো বলেন, “শিক্ষা, বিজ্ঞান এবং সাহিত্য সবদিকেই বাংলা সবার থেকে এগিয়েছিল। কিন্তু সেই কৌলিন্য আর নেই। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার সেইরূপ আবারো ফিরে আসবে। বাংলায় আপনারা দেখতে পাবেন সোনার দিন।” নরেন্দ্র মোদী টুইট করলেন, “ভারতীয় জনতা পার্টি সোনার বাংলা সংকল্প পত্রে এক নতুন সোনার বাংলা তৈরি করবে। সেই সূত্রে উন্নয়নের একটা রূপরেখা আমরা তৈরি করে দিলাম। আপনারা সবাই এই রূপরেখা দেখুন এবং বিচার করুন।”

এছাড়াও ইমাম ভাতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দু ভোট ব্যাংকের উপর থাবা বসানোর জন্য এবারে অমিত শাহ পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন। তিনি বললেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলার পুরোহিতদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা অনুদান প্রদান করবে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও বাংলায় ৬০ ঊর্ধ্ব যারা কীর্তন গায়ক আছেন, তাদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা অনুদান দেওয়া হবে। স্বভাবতই স্পষ্ট, এবারে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটব্যাংককে পাখির চোখ করে নির্বাচনে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি।