Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ভোটের আগে বড় ধাক্কা তৃণমূলে, পদ থেকে ইস্তফা ফিরহাদ হাকিমের

Advertisement

একুশে বিধানসভা নির্বাচনের ডঙ্কা বেজে গেছে বাংলায়। নির্বাচন কমিশন মার্চ মাসের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। একুশে নির্বাচন এবার ৮ দফায় সম্পন্ন হবে। ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরেই রাজ্যজুড়ে চালু হয়ে গেছে নির্বাচনী বিধি নিষেধ। এরপর গত শনিবার নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে রাজ্যের পুরসভাগুলিতে প্রশাসক বা প্রসাশকমণ্ডলীয় চেয়ারম্যান পদে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাখা যাবে না। তাই এবার কলকাতা পৌরসভা পুরপ্রশাসকের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা তথা বিধানসভা ভোটের ঘাসফুল প্রার্থী ফিরহাদ হাকিম।

গত শনিবার নির্বাচন কমিশন একটি নির্দেশিকা জারি করেছে যাতে তারা বলেছে, যেসব পুরসভা বা কর্পোরেশনের মেয়াদ ফুরানোর পর বিদায়ী চেয়ারম্যান বা মেয়র বা রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রশাসক বা প্রসাশকমণ্ডলীয় পদে রাখা আছে তাদের সরিয়ে সরকারি অফিসারদের সেই পদে নিযুক্ত করতে হবে। ফিরহাদ হাকিম ছিলেন কলকাতা পৌরসভা পুরপ্রশাসকমণ্ডলীয় চেয়ারম্যান। সেই সাথে তিনি একুশে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে কলকাতা বন্দর কেন্দ্রে নির্বাচনে লড়ছেন। তাই কমিশনের নির্দেশ মতই তাকে তারপর থেকে ইস্তফা দিতে হয়েছে।

এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য সচিব ও নগরায়ন দপ্তরের প্রধান সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মেয়াদোত্তীর্ণ পুরসভা প্রশাসক পদে নতুন সরকারি অফিসারদের নিয়োগ করবেন। সেই সাথে তারা খেয়াল রাখবে যে রাজ্যে যাতে না কোনো মেয়াদ উত্তীর্ণ ব্যক্তি পদে থাকে। সম্পূর্ণ বিষয়টি নির্বাচন কমিশন ২২ মার্চের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব ও নগরায়ন দপ্তরের প্রধান সচিবের কমিটিকে আগামী ২২ মার্চ সকাল দশটার মধ্যে সম্পূর্ণ রিপোর্ট পেশ করতে হবে নির্বাচন কমিশনের কাছে।

Related Articles

Back to top button