রশমিকা মন্দানা (Rashmika Mandanna) নামটি সমগ্র বিনোদন জগতের কাছে আপাতত কিছুটা অজানা হলেও খুব তাড়াতাড়ি বলিউডের অন্যতম ব্যস্ত মুখ হতে চলেছেন তিনি। নেপোটিজমের অভিযোগে অভিযুক্ত বলিউডে রশমিকা যথেষ্ট লড়াই করে ধীরে ধীরে নিজের পায়ের নিচের মাটি শক্ত করে তুলছেন। দক্ষিণী ফিল্মের অভিনেত্রী রশমিকা প্রধানতঃ দক্ষিণী ভাষার কমেডি ফিল্ম ‘গীত গোবিন্দম’ এবং ‘সারিলেরু নেক্কেভ্ভারু’-র মাধ্যমে সকলের নজরে আসেন। তবে এই দুটিই আঞ্চলিক ভাষার ফিল্ম হওয়ায় রশমিকা সেভাবে খবরের শিরোনামে আসেননি।
তবে ক্রমশ বলিউডে রশমিকার কাজের সংখ্যা বেড়েই চলেছে। প্রায় সবসময়ই তাঁকে দেখা যায় লাগেজ ট্রলি নিয়ে এয়ারপোর্ট যেতে এবং এয়ারপোর্ট থেকে বাড়িতে কিছুক্ষণের জন্য আসতে। ফলে তাঁর লাইফটাই হয়ে গেছে ‘সুটকেস লাইফ’। 2020 সালে করোনা অতিমারীর কারণে যখন সকলের কেরিয়ারে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, তখন রশমিকার কেরিয়ারের উড়ান শুরু হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিছুদিন আগেই হিন্দি ফিল্ম ‘মিশন মজনু’-র শুটিং শেষ করে লখনউ থেকে চেন্নাই ফিরেছেন রশমিকা। এই ফিল্মে রশমিকার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্র ( sidhdharth malhotra)। চেন্নাই-তে চলছে রশমিকা অভিনীত দক্ষিণী ফিল্ম ‘সুলতান’-এর শুটিং। এই ফিল্মের শুটিং শেষ করে রশমিকা ফিরবেন মুম্বইয়ে। সেখানে তাঁর আগামী হিন্দি ফিল্মের স্ক্রিপ্ট রিডিং সেশন রয়েছে।