টেক বার্তানিউজ

আর লাইনে দাড়িয়ে নয়, ঘরে বসেই আবেদন করুন স্বাস্থ্যসাথী কার্ড

Advertisement

হঠাৎ করে রোগে আক্রান্ত হলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে। মাথায় কেবল চলতে থাকে বেসরকারি হাসপাতালের লম্বা বিলের কথা। আর সেই বিষয়েই চিন্তা ভাবনা করে ২০২০ সালের নভেম্বর মাসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের জন্য স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করেছে। সেখানে রাজ্যের কোনও পরিবারের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করবে রাজ্য সরকার। তবে মনে রাখতে হবে এই খরচ কিন্তু মাথা পিছু নয়, সমগ্র পরিবারের জন্য। এই কার্ড চালু হওয়ার সাথে সাথেই সাধারণ মানুষের মধ্যে দেখা যায় এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার উন্মাদনা। কিন্তু ৩ মাস যেতে না যেতেই রাজ্যে নির্বাচনী বিধি চালু হওয়ায় এক প্রকার বাধ্য হয়ে বন্ধ করতে হয় রাজ্য সরকারকে। এমন অবস্থায় যারা Swasthya Sathi Card এ নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেননি, তারা এখন খুব সহজে বাড়িতে বসেই নথিভুক্ত করাতে পারবেন নিজেদের নাম। চলুন জানা যাক কীভাবে বাড়িতে বসে অনলাইনে Swasthya Sathi Card এর আবেদন করবেন,

কে কে রয়েছেন এই কার্ডের আওতায়?
২০১৬ সালে যখন প্রথম বারের জন স্বাস্থ্যসাথী প্রকল্প গ্রহণ করা হয়েছিল তখন সকলকে তার সুবিধা দেওয়া হয়নি। ২০২০ সালের ২৬ এ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে যে স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় থাকবেন রাজ্যের প্রতিটি পরিবার। তবে রাজ্যের যে সমস্ত মানুষ কোনও সরকারি পরিষেবা পাচ্ছেন তারা এই প্রকল্পের বাইরে থাকবেন। এর সাথে কেন্দ্র হতে কোনও স্বাস্থ্য প্রকল্পের জন্য খরচ পেয়ে থাকলেও তাকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবেনা। অন্যদিকে রাজ্যের কোনও মানুষের যদি কর্পোরেট বিমা করানো থাকে তবে তিনিও পেতে পারেন কার্ড। যে কোনও বয়স, পেশার মানুষ এই কার্ডের জন্য আবেদন জানাতে পারেন।

এই কার্ডের আবেদনের জন্য কী কী জরুরি?
বিধানসভা নির্বাচনের জন্য এখন স্বাস্থ্য সাথী ক্যাম্পগুলিকে বন্ধ রাখা হয়েছে। তবে বাড়িতে বসেই এখন আবেদন করা সম্ভব স্বাস্থ্যসাথী কার্ডের জন্য। সেই জন্য আগে আবেদনকারীকে একটি ফর্ম ফিল আপ করতে হবে।

ফর্মে কী কী লাগবে?
আবেদনকারীকে তার নাম, আধার নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর এবং বায়োমেট্রিক তথ্য ফিল আপ করতে হবে। তারপরে ডানদিকে ঘরের মহিলা সদস্য, যার নামে কার্ড হচ্ছে তার সাক্ষর থাকা জরুরী। যদি আবেদনকারীর খাদ্যসাথী কার্ড থেকে থাকে, তবে তা ও উল্লেখ করতে হবে।

কীভাবে করবেন আবেদন?
প্রথমে আপনাকে যেতে হবে Swasthya Sathi এর অফিসিয়াল ওয়েবসাইটে। এইবার সেখানে Apply Online বিকল্পটিতে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে আপনার সমস্ত তথ্য দিতে হবে। এছাড়াও অ্যা টাচ করতে হবে সমস্ত জরুরী ডকুমেন্টস ও। তারপরে সাবমিট বিকল্পে ক্লিক করুন। সাবমিট হয়ে গেলেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ হল।

Related Articles

Back to top button