স্থলে, জলে ও আকাশে নিরাপত্তার বজ্রআঁটুনি নন্দীগ্রাম, তুঙ্গে মহাযুদ্ধের প্রস্তুতি
নন্দীগ্রামে নির্বাচনের জন্য গতকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে
বাংলা বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত শনিবার প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার পালা দ্বিতীয় দফা নির্বাচনের। আগামীকাল রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। তার আগে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আর এই বিধানসভা কেন্দ্রে সম্মুখ সমরে অবতীর্ণ হচ্ছেন দুই রাজনৈতিক মহারথী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই বিধানসভা কেন্দ্রের নিরাপত্তা আঁটোসাটো করে দেয়া হয়েছে নির্বাচনের আগের দিন থেকে। তারপর আজ বিকেল থেকে রীতিমতো নন্দীগ্রামকে “সিল” করে দিল নির্বাচন কমিশন। জলে এবং স্থলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করেছে। একপ্রকার নন্দীগ্রামকে কোর জোন বানিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে বাইরে থেকে নন্দীগ্রাম বিধানসভা ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারছে না। একদিকে তৃণমূলের অভিযোগ মেনে নিয়ে নাকা চেকিং চলছে রাস্তায় রাস্তায়। আবার অন্যদিকে শুভেন্দু অধিকারীর জন্য ৩০ জনের মহিলা বাহিনী দেওয়া হয়েছে। সেই সাথে সংযুক্ত মোর্চা প্রার্থী মীনাক্ষীর নিরাপত্তাতে জোর দেওয়া হয়েছে এবং তার জন্য ৪ জন সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
আগামীকাল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে আছে। এই কেন্দ্রে মোট ২ লাখ ৫৭ হাজার ৯৯৯ জন ভোট দেবেন। গতকাল বিকেল থেকেই নন্দীগ্রাম জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে যার জন্য ৫ জনের বেশি একসাথে জমায়েত করতে পারবে না। আবার পূর্ব মেদিনীপুরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে হলদিয়া এ পাঠানো হয়েছে আইপিএস অফিসার প্রবীণ ত্রিপাঠিকে। এছাড়াও সর্বক্ষণ হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।
আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম সহ মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ৩০ টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৫৩৫ টি বুথ আছে। এই ৩০ কেন্দ্রে মোট ৬৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রত্যেকটি বুথ সিসিটিভি ক্যামেরার দ্বারা মুড়ে ফেলা হয়েছে। ২৮৬ টি ভোটগ্রহণ কেন্দ্রে সর্বক্ষণ সিসিটিভি ক্যামেরায় নজরবন্দি করা হবে।