Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘তৃণমূল কুল নয়, ওরা বাংলার শূল’, জয়নগরের জনসভায় মন্তব্য করলেন নরেন্দ্র মোদি

একুশে বাংলা বিধানসভা নির্বাচন চলছে বেশ জোরকদমে। আজ অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন ছিল। রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। আর তার…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচন চলছে বেশ জোরকদমে। আজ অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন ছিল। রাজ্যের ৪ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে। আর তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়নগরের একটি জনসভায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির বিধানসভা নির্বাচনে জেতার খতিয়ান তুলে ধরলেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেছেন, “বাংলা প্রথম দফা নির্বাচনে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং অতীতের রেকর্ড ভেঙে দিয়ে মানুষ বিজেপিকে সমর্থন করেছে। এবার দু’শোর বেশি আসন নিয়ে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে। নির্বাচনের শুরুটা বেশ জোরদার হয়েছে।” অবশ্য সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভুলে যাননি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন মুখ্যমন্ত্রীর পুরনো জনসভায় তৃণমূলকে কুল হবার পরামর্শ বিদ্রুপ করে বলেছেন, “সারাক্ষণ সবাইকে ধমক দিয়ে মমতা বলছে কুল কুল। তৃণমূল কুল নয়, ওরা বাংলার জন্য শূল। বাংলার মানুষকে অসহনীয় পীড়া দিয়েছে এই দল। দিদি আপনাকে বাংলার ভাই-বোনেদের মায়েদের ছেলেদের হত্যার হিসেব দিতে হবে।” এছাড়াও তিনি বহিরাগত ইস্যুতে মন্তব্য করেছেন যে, “যারা বহিরাগত যাদের সঙ্গে কখনো দেখা করার সুযোগ পান না আপনি তাদের থেকে সমর্থন চাইছেন?” এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমায় গালি দিতে থাকুন। কিন্তু বাংলার মনীষীদের গালি দেবেন না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও আজ জয়নগরের জনসভায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দৃঢ় কণ্ঠে বলেছেন, “বাংলায় এবার ভোট খুবই শান্তিপূর্ণভাবে হচ্ছে। প্রথম দফা নির্বাচন জোরদার হয়েছে। বিজেপিকে মানুষ বিশাল সমর্থন জানিয়েছে। আমি বাংলায় দু’শোর বেশি আসন পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ নন্দীগ্রাম থেকে হুংকার দিয়ে বলেছিলেন, “তৃণমূল ৯০ শতাংশ ভোট পাবে।” এক কথায় নির্বাচন মাঝে তৃণমূল বিজেপি দ্বন্দ্বতে সরগরম গোটা বঙ্গ রাজনীতি।

About Author