ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় নিহত জাওয়ানদের শ্রদ্ধার্ঘ্য, মাওবাদী দমনে তৎপর কেন্দ্রীয় সরকার
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সিআরপিএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে হাই লেভেল বৈঠকে বসবেন।
ছত্রিশগড়ের সুকমা সীমান্তে একসাথে ২২ জন জবানের মৃত্যুর পরে একেবারে স্তব্ধ গোটা দেশ। মাওবাদী এবং নকশালপন্থীদের হামলায় এই জবানদের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন বর্তমানে আরো ৩১ জন। এই কারণেই এবারে অসমের নির্বাচনী প্রচার কাটছাট করে তড়িঘড়ি দিল্লিতে পৌছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পৌছাই একটি হাই লেভেল বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও সোমবার সকালে ছত্রিশগড় যাবেন অমিত শাহ।
সেখানে সকাল ১১ টা নাগাদ পৌঁছানোর কথা তার। সেখানেই তিনি শহীদ হওয়া জাওয়ানদের শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর তার সোজা গন্তব্য বাসাগুড়া সিআরপিএফ ক্যাম্প। সেখানে জবানদের সঙ্গে কথা বলার পর সোজা চলে যাবেন আহত জাওয়ানদের দেখতে রায়পুরের হাসপাতালে। বিগত ২৩ মার্চ মাওবাদীরা ছত্রিশগড়ে আই ইডি হামলা করেছিল বাহিনীদের ওপর। সেই মুহূর্তে ৫জন সেনা জওয়ান মারা গিয়েছিলেন। সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন শহীদের মৃত্যু বৃথা যাবেনা। তবে এবারের হামলা কিন্তু অনেকটা বেশি ভয়নক। এবারে প্রায় ৭০০ জন মাওবাদী জওয়ানদের ঘিরে গুলি চালায়। সেই গুলির আঘাতে ২২ জন সেনা জওয়ান মারা গিয়েছেন এবং ৩১ জন বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এইবারে মাওবাদীদের দমন করার জন্য সিআরপিএফ এর তরফ থেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগেই সেনা বাহিনী জানিয়ে দিয়েছে, বিজাপুর এবং শুকমা এলাকায় মাওবাদীদের দমন করার জন্য এবারে সেনা বাহিনী যা করার করবে। মাওবাদীদের খতম করার জন্য তাদের ঘরে ঢুকে তাদের হত্যা করার পরিকল্পনা গ্রহণ করছে সিআরপিএফ।
छत्तीसगढ़ में नक्सलियों का सामना करते वक्त शहीद हुए बहादुर सुरक्षाकर्मियों को जगदलपुर में श्रद्धांजलि अर्पित की।
देश आपके शोर्य और बलिदान को कभी भुला नहीं पाएगा। पूरा देश शोक संतप्त परिवारों के साथ खड़ा है।
अशांति के विरुद्ध इस लड़ाई को हम अंतिम रूप देने के लिए संकल्पित हैं। pic.twitter.com/UCqiRLJICs
— Amit Shah (@AmitShah) April 5, 2021
আজকে সিআরপিএফের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে হাই লেভেল বৈঠকে বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজধানীতে বসেই তিনি জানিয়েছিলেন এবারে মাওবাদীদের হামলার কড়া জবাব দেওয়া হবে সেনাবাহিনীর তরফ থেকে। সতীর্থ বাহিনীদের মৃত্যুতে গোটা দেশ এখন অগ্নিগর্ভ। তাই বোঝাই যাচ্ছে এবারে মাওবাদী দমনে কিন্তু বেশ কড়া পদক্ষেপ গ্রহণ করবে সিআরপিএফ।