Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মায়ের কোলে আদর খাচ্ছে ছোট্ট ছেলে, ভালোবাসায় ভরা ছবি শেয়ার করলেন অভিনেত্রী অনিতা

Updated :  Friday, April 9, 2021 8:44 AM

পৃথিবীতে মা হয়ে ওঠার থেকে বড়ো অনুভূতি মনে হয় না আর কিছু আছে। আর এবারে কিছুদিন আগেই মাতৃত্বের স্বাদ গ্রহণ করলেন অভিনেত্রী হিন্দি ধারাবাহিক জগতের অন্যতম বড়ো অভিনেত্রী অনিতা হাসানী। এই বছর অনেক শিল্পী এবং কলাকুশলী মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন। তাদের মধ্যে আছেন অনুশকা শর্মা থেকে শুরু করে অমৃতা রাও। এছাড়াও আছেন করিনা কাপুর খান। সবাই নিজেদের সন্তানকে একেবারে ভালোবাসা এবং আবেগে মুড়ে রেখেছেন।

এইবছর ফেব্রুয়ারি মাসে মা হওয়ার পরে বছর ৩৯ এর অনিতার স্বামী রোহিত ইনস্টাগ্রাম একাউন্টে তাদের প্রোফাইলে লেখেন ‘ ওহ বয় ‘। তার সাথেই ছিল তার এবং অনিতার একটি ছবি। এরপরই তাদের শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেন অনেক তারকা।

এই তালিকায় ছিলেন ভারতী সিং, অঙ্কিতা লোখান্দে সহ আরো অনেকে। আমরা অনিতাকে এর আগে বেশ কিছু নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। ২০১৩ সালে অনিতা এবং রোহিতের বিয়ে হয়। সোশ্যাল মিডিয়াতেও তিনি অত্যন্ত এক্টিভ মানুষ। মাঝেমধ্যেই দিনের সমস্ত রকম কাজকর্মের ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন।

এবারে তিনি একটি ছবি আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে অনিতা তার ছোট্ট ছেলেকে নিয়ে আদর করছেন। সেই ছেলেটিও বেশ আনন্দ করছে তার মায়ের সাথে। পাশাপাশি এই ছোট বয়সে ও ছেলেটি ক্যামেরার সামনে আসতে কোন রকম ভয় পাচ্ছে না। আর মা এবং ছেলের এই দুষ্টু মিষ্টি কাণ্ডকারখানা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।