ভাইরাল & ভিডিও

বাস্তবের বাহুবলী! বিপন্ন বাচ্চা হাতেকে কাঁধে তুলে নজির গড়লেন ফরেস্ট গার্ড, দেখুন ভিডিও

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ তার টুইটার প্রোফাইলে এই ঘটনার ভিডিও শেয়ার করেছেন

Advertisement

বিগত ২০১৭ সালের ডিসেম্বর মাসে তামিলনাড়ু একজন ফরেস্ট গার্ড একটি হস্তি শাবক কে বাঁচিয়ে ছিলো একটি খালে পড়ে যাওয়া থেকে। সেই হস্তি শাবক টি খালে পড়ে গেছিল এবং সেই ফরেস্ট অফিসার তাকে ঘাড়ের ওপর তুলে মেত্তুপালায়াম জঙ্গল থেকে তুলে নিয়ে এসে অবশেষে তার মায়ের সঙ্গে একসাথে মিলিয়ে দেয়। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দুর্দান্ত ভাইরাল হয়েছিল। এবং এই অসাধ্য সাধন করেছিলেন তামিলনাড়ুর একজন ফরেস্ট অফিসার পালিনিস্বামি সরতকুমার।

তারপর থেকে ওই ফরেস্ট অফিসারের বেশ কিছু ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে। তার পাশাপাশি নেটিজেনরা তার ছবি কে বন্যপ্রাণী সংরক্ষণের একটি প্রতীক হিসেবে তুলে ধরতে শুরু করে। গত বছর ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিশিয়াল দীপিকা বাজপাই টুইটার প্রোফাইলে এই ঘটনার একটি ছবি পোস্ট করেন।

দীপিকা লিখেছিলেন, “কিছুটা পুরনো দিনের ছবি। একটি হস্তিশাবককে উদ্ধার করলেন তামিলনাড়ুর ফরেস্ট অফিসার। নিজের কাঁধে উপরে তুলে হস্তিশাবকটিকে তিনি খালে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালেন। পরে সেই হস্তিশাবককে তিনি তার মায়ের সাথে মিলিয়ে দেন।” আর এবারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর অফিসার সুশান্ত নন্দ ওই ভাইরাল ভিডিওটি টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন। শেয়ার করে তিনি ওই ব্যক্তিকে বাহুবলী হিসেবে চিহ্নিত করেছেন। এই টুইট বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

Related Articles

Back to top button