Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতাকে ‘বেগম’ সম্বোধন করায় শুভেন্দুকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন, উত্তর দিতে হবে ২৪ ঘন্টার মধ্যে

Updated :  Friday, April 9, 2021 1:11 PM

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। কিছুদিন আগেই নির্বাচন সম্পন্ন হয়েছে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি নির্বাচনের আগে নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলতে গত ২৯ মার্চ একটি জনসভায় উপস্থিত থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে “বেগম” বলে অভিহিত করেছিলেন। আর তার জন্য এবার নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হল শুভেন্দু অধিকারীকে। নির্বাচনী আচরণবিধি লংঘন করার জন্য শুভেন্দু অধিকারীকে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও মুসলিমদের একজোট হতে বলার কারনে শোকজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আসলে গত ২৯ মার্চ নন্দীগ্রামের এক জনসভায় শুভেন্দু অধিকারী বলেছিলেন, “একদিকে বেগম দাঁড়িয়েছে এবং অন্যদিকে দাঁড়িয়েছে ঘরের ভাই-বন্ধু শুভেন্দু অধিকারী। বেগমকে ভোট দিয়ে বাংলাকে মিনি পাকিস্তান বানাবেন না।” তৃণমূল সুপ্রিমোকে বেগম বলে সম্বোধন করা এবং বাংলাকে পাকিস্তান বলানোর প্রসঙ্গে সাম্প্রদায়িকতার আঁচ দেখতে পেয়েছে নির্বাচন কমিশন। তাই তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন তার বক্তব্যে যথার্থতা যাচাই করে নেওয়ার জন্য। তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্যের বিস্তারিত বিবরণ দিতে হবে।

ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “শুভেন্দু বাবু নির্বাচন কমিশনের নোটিশ এর উত্তর ঠিক দেবে। কিন্তু মমতাকে নির্বাচন কমিশন যে ২৪ ঘন্টায় জবাব দিতে বলেছিল তার উত্তর কি তিনি আদেও এখনো দিয়েছেন।” অন্যদিকে তৃণমূল বর্ষিয়ান নেতা সৌগত রায় বলেছেন, “শুভেন্দু বরাবর দিদির বিরুদ্ধে এরকম মন্তব্য করে থাকে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের শোকজ নোটিশ পাঠানো উচিত ছিল। ও দলের গদ্দার, মীরজাফর।”