মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন অমিত শাহ, মধ্যাহ্নভোজন করলেন বিজেপি কর্মীর বাড়িতে
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে আজ প্রচার করতে এসেছিলেন অমিত শাহ
একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে। তৃতীয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এবার পালা চতুর্থ দফা নির্বাচনের। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনের জন্য পূর্ণোদ্যমে ভোট প্রচারের কাজে নেমে পড়েছে গেরুয়া শিবির। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে গিয়ে ভোট প্রচার করলেন। তবে এই বছর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়নি। তবে তার বদলে সেই এলাকায় তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূলের অনুগত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে গেরুয়া সৈনিক হয়েছেন তৃণমূল ছেড়ে দেওয়া রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের হয়ে ভোট চাইতে ভবানীপুরে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ।
অমিত শাহ আজ বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে জেতানোর আর্জি জানিয়ে রুদ্রনীল ঘোষকে ভোট দিতে বলেছেন। তিনি আজকে ভবানীপুরের ছোট ঘুরছি এলাকায় ঢোকেন। সেখানে মহিলারা উলু শঙ্খধ্বনি দিয়ে শাহকে বরণ করে নেয়। তাকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। এছাড়াও তাকে দেখেই রব ওঠে, “জয় শ্রীরাম”, “ভারত মাতা কি জয়”। অমিসা দুয়ারে দুয়ারে গিয়ে সবার হাতে বিজেপি সংকল্পপত্র তুলে দেয়। সেই সাথে সকলকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বাংলায় গেরুয়া সরকার তৈরির অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ দুপুরে অমিত শাহ মধ্যাহ্নভোজন করেন ভবানীপুরের এক বিজেপি কর্মীর বাড়িতে। আসলে ওই কর্মী বিজেপির ৫৫ বছরের পুরনো কর্মী। তার বাড়ীতে আজ শাহ মধ্যাহ্নভোজন করেন। তার দুপুরের আহার এর জন্য পদে ছিল জিরা ভাত, লুচি, রুটি, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ছানার ডালনা, ধোকা, সন্দেশ, নতুন গুড়ের রসগোল্লা। মধ্যাহ্নভোজন সেরে অমিত শাহ আজ জগদ্দলে জনসভা করতে যাবেন। এছাড়া আজ সন্ধ্যায় মধ্যমগ্রামে বিজেপির রোড শো অংশগ্রহণ করবেন তিনি।