‘ভোটের লাইনে গিয়ে গুলি চালিয়ে দিল, অমিত শাহ ইস্তফা দিন’ : মমতা
কোচবিহারের শীতল কুচির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করছেন
শীতলকুচি তে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এবারে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা। এবারে অভিযোগ জানালেন স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী এই কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ভোটের লাইনে দাঁড়িয়ে ৪ জনকে গুলি করে দিয়েছে দিল্লির পুলিশ। আরেকজন কে মেরেছে সকালবেলা। সর্বমোট ৫ জনের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।”
মমতা আরো বলেছেন, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল। গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির। মানুষ খুন করে বড় বড় কথা বলছে। তার পাশাপাশি অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ এনে বললেন, “তুমি চক্রান্তকারী। স্বরাষ্ট্র মন্ত্রীর পদ থেকে ইস্তফা দাও। আমি অনেকদিন ধরে বলছি, সিআরপিএফ অত্যাচার করছে। বিজেপিকে ভোট দেবার জন্য ছেলে মেয়েদের ভয় দেখাচ্ছ সিআরপিএফ। আমি সিআরপিএফের বিরুদ্ধে নই। কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে গুলি চালিয়ে দিল, এত বড় সাহস কে দিলো।”
তিনি আরো বলেন, “আমার পঞ্চায়েতে এত লোক মারা যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণে চলে গেছে এই নির্বাচন কমিশন। আজ পাঁচ জন মারা গেছে, কালকে ২০ জন মারা গিয়েছিল। এরমধ্যে আমার দলের ১৩ জন রয়েছে। হেরে গেছে জেনে গুলি করে লোক মারছে। বিজেপি পুরো হেরে গেছে। তিনটে নির্বাচন হয়ে গেছে। আজকে চতুর্থ দফা। বিজেপি জানে জিতবে না। তাই একমাত্র অস্ত্র বোমা, গুলি এইসব চালিয়ে ভয় দেখাচ্ছে। খবরদার ভয় পেয়ে ওদের ভোট টা দেবেন না।”