Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাজ‍্যে পরিবর্তন নিয়ে যা বললেন বিজেপি সভাপতি দীলিপ ঘোষ, চাঞ্চল্য রাজনৈতিক মহলে!

Updated :  Monday, August 26, 2019 7:11 PM

রাজীব ঘোষ: দীর্ঘ বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতা দখল করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।রাজ‍্যে পরিবর্তনের পিছনে বহু আন্দোলন সংগ্রাম রয়েছে।তার মধ্যে কিছু উল্লেখযোগ্য আন্দোলন হয়েছিল রাজ‍্যে।সেই ধরনের আন্দোলনকে সংগঠিত করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ‍্যের ক্ষমতায় পৌঁছেছিলেন।সেরকম একটি আন্দোলন হয়েছিল নন্দীগ্রামে।নন্দীগ্রাম আন্দোলন রাজ‍্যের পরিবর্তনের জন্য উল্লেখ করা যায়।এবার সেই নন্দীগ্রাম থেকে আরও একবার রাজ‍্যে পরিবর্তন হবে বলে দাবি করলেন রাজ‍্য বিজেপির সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ।

তিনি বলেন, নন্দীগ্রামে একবার পরিবর্তন হয়েছে।আরও একবার এই নন্দীগ্রামে পরিবর্তন হবে।বিজেপির কর্মী সমর্থকরা ওখানে লড়াই করছেন।আন্দোলনে থাকা কর্মীদের পুলিশ কেস দিচ্ছে।তবুও তারা লড়াইয়ে সক্রিয় আছেন।কেন্দ্রে দ্বিতীয় বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের শপথ গ্রহণ করার অনুষ্ঠানে রাজ‍্যে তৃণমূল কংগ্রেসের হামলায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছিল।সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন নি।

এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে নিহতদের পরিবারের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছিলেন।রাজ‍্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কথায়, নন্দীগ্রামে আন্দোলনরত বিজেপি কর্মীদের পাশে রয়েছে বিজেপি নেতৃত্ব।দিলীপ ঘোষ জানান, আগামী কিছুদিনের মধ্যে সেখানে বিজেপি যথেষ্ট শক্তিশালী জায়গায় পৌঁছে যাবে।নন্দীগ্রামে বিজেপি কর্মীদের আন্দোলনে বাধা দেওয়া সত্ত্বেও তারা লড়াই করছে।পুলিশ সেই কর্মীদের কেস দিচ্ছে।তবুও নন্দীগ্রামে আরেকবার পরিবর্তন হবে বলে জানিয়েছেন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।