সোমবার শীতল কুচির ঘটনা নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রানাঘাটে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এই পুরো ঘটনাটা অমিত শাহ এর প্ল্যান এবং প্রধানমন্ত্রী এই পুরো ব্যাপারটি জানতেন। বিজেপি ছদ্দবেশী ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা তা করি না। আমাকে আঘাত করে বসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু তা পারবে না। বাংলাকে বহিরাগত গুন্ডাদের হাতে চলে যেতে দেব না। আপনারা কি চান বাংলা বহিরাগত গুন্ডাদের হাতে চলে যাক? বাংলাকে বাঁচাতেই হবে।”
তিনি আরো বললেন, “পরিকল্পনার লক্ষ্য করে এতগুলো মানুষকে মেরে ফেলা হয়েছে। বুক লক্ষ্য করে গুলি করা হয়েছে। বিজেপি শীর্ষস্থানীয় নেতারা বলছেন মারো মারো। এরা কি পাগল! এদের এখনই ব্যান করে দেওয়া উচিত। মা-বোনেরা আপনারাই বলুন গুলি চালানোর জন্য ভোট দেবেন নাকি গুলি চালানোর বিরুদ্ধে ভোট দেবেন?”
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “২ মে ক্ষমতায় আসার পর শীতলকুচি ঘটনা নিয়ে আমি তদন্ত করব। আমি দেখব কে কোথায় মিটিং করছে। আমাকে রাজবংশী নিয়ে কথা বলা হচ্ছে। নিজের লোকেদের কর্মীদের নিজেরা মারে। রাজবংশী মানুষজন আমার পরিবার। তারা সেদিন গুলি চালিয়েছিল সেই পুরো তালিকা আমার কাছে রয়েছে। আমি সব তৈরি করে রেখেছি। ২ মে এর পরে সব আস্তে আস্তে তদন্ত করে বের করবো। আমি ছেড়ে কথা বলবো না।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন বর্ধমান থেকে আক্রমণ চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। নরেন্দ্র মোদী বলছেন, ‘দিদির কি মিহিদানা ভালো লাগেনা?” সেই সময় রানাঘাট থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এর বিরুদ্ধে তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’