বাংলা সিরিয়ালবিনোদন

নতুন বছরের আগেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দিল অভিনেত্রী শ্রুতি

Advertisement

এই মুহূর্তে ভারতে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ যা গতবারের তুলনায় মারাত্মক আকার ধারণ করেছে। দেশের একাংশ হাঁটছে লকডাউনের পথে। কিন্তু করোনা বিধি শিকেয় তুলে বাংলায় ভোটের গরম আবহাওয়ায় চলছে মিটিং-মিছিল। ফলে করোনা অতিমারী ক্রমশ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যে একদিনে হচ্ছে রেকর্ড সংক্রমণ। এখনও অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী মেডিক্যাল কলেজে করোনা রোগীদের জন্য পর্যাপ্ত বেডের অভাব দেখা দিয়েছে। করোনা সংক্রমণের কারণে এই মুহূর্তে চিন্তিত নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলি।

এর মধ্যেই গত 6 ই এপ্রিল অভিনেত্রী শ্রুতি দাস (Shruti das) সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা। শ্রুতি জানিয়েছেন 2 রা এপ্রিল হঠাৎই তিনি অসুস্থ বোধ করতে শুরু করলে তাঁর কোভিড টেস্ট করানো হয়। শ্রুতির কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। শ্রুতি জানান, 2 রা এপ্রিল ‘দেশের মাটি’-র সেটে কফি খাওয়ার সময় কফির কোনো স্বাদ বা গন্ধ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়েছিল। তিনি তখনই প্রোডাকশনকে পুরো ঘটনাটি জানান। এরপর মূল সেটের বাইরে কেবলমাত্র ডিওপি ও পরিচালকের উপস্থিতিতে শুটিং শেষ করে বাড়ি ফিরে কোভিড টেস্ট করান শ্রুতি। করোনায় আক্রান্ত হওয়ার ফলে বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন শ্রুতি।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সমস্ত বিধিনিষেধ মেনে কোভিড পজিটিভ হওয়ার মাত্র বারো দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন শ্রুতি। পরবর্তী করোনা রিপোর্ট নেগেটিভ আসতেই ফেসবুকে রিপোর্টের ছবি শেয়ার করে শ্রুতি লিখেছেন, করোনার সফর ছিল মনে রাখার মতো। আপাতত শ্রুতি কাজে ফিরতে চান। এই মুহূর্তে তিনি স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘দেশের মাটি’-তে ‘নোয়া’-র ভূমিকায় অভিনয় করছেন।

Related Articles

Back to top button