Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অবাক দৃষ্টিতে তাকিয়ে তৈমুর ও সাইফ, করিনার দ্বিতীয় সন্তানের ছবি নেট দুনিয়ায় তুমুল ভাইরাল

Updated :  Sunday, April 18, 2021 7:52 AM

সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন করিনা কাপুর। সম্প্রতি তিনি তার পরিবারের এবং তার জীবনের তিনজন পুরুষের ছবি একসাথে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। এখনো পর্যন্ত নিজে সোশ্যাল মিডিয়াতে দ্বিতীয় পুত্রের ছবি তিনি সামনে আনে নি। কিন্তু, ভুলবশত তার দাদু রন্ধির কাপুর চকবার সোশ্যাল মিডিয়াতে সইফ আলি খান এবং করিনার দ্বিতীয় পুত্রের ছবি সামনে এনে ছিলেন। তবে এবারে বেবো নিজে তিনজনে ছবি পোস্ট করলেন।

তিনি ক্যাপশন লিখলেন, “এভাবেই আমার উইকেন্ড কাটে। আর আপনাদের?” যদিও বাড়ির সব থেকে ছোট সদস্যের মুখ কিন্তু তিনি দেখাননি। সেটি একটি ইমোজি দিয়ে ঢাকা ছিল। এদিন তার ছোট পুত্রকে দেখা গেল নীল রঙের একটি রম্পর পরে শুয়ে থাকতে। তার পাশে বসে আছেন তার বাবা সাইফ আলি খান এবং তার দাদা তইমুর আলি খান। দুজনে অবাক দৃষ্টিতে পরিবারের নতুন সদস্য দিকে তাকিয়ে রয়েছে। এই ছবিতে তার পরিবারের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা লক্ষ্য করতে পারা যাচ্ছে। ছবিতে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

যদিও এখনও পর্যন্ত সরাসরি ঠাকুরমা শর্মিলা ঠাকুর তার নাতির মুখ দেখেন নি। ভার্চুয়ালি তার সঙ্গে আলাপ হলেও দুজনে এখন একে অপরের থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। মুম্বাইতে আছেন সাইফ এবং করিনা অন্যদিকে দিল্লিতে আছেন শর্মিলা। যদিও, দিন কয়েক আগে তার দাদু রণধীর কাপুর ছোট সদস্যের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তৎক্ষণাৎ ডিলিট করে দেন।