বর্তমানে শিয়ালদা এবং হাওড়া সমস্ত লোকাল ট্রেনে শুধুমাত্র রবীন্দ্র সংগীত এর পরিবর্তে শোনানো হচ্ছে করোনাভাইরাসের সতর্কবার্তা।যাত্রীদের মন মেজাজ ভালো করার জন্য প্রতিটি কামরায় বর্তমানে চালানো হয় রবীন্দ্র সংগীত এবং বিভিন্ন যন্ত্র সংগীত। কিন্তু তার মাঝেই করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ভাবে বাড়তে শুরু করেছে ভারতে, তাতে অত্যন্ত চিন্তিত কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। তাই এখন সমস্ত জায়গায় করোনা সতর্কবার্তা শোনানো হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
এবারে ট্রেনের কামরা কে বাদ রাখা হলো না, করোনার দ্বিতীয় ঢেউ এর ফলে পূর্ব রেলের চারটি ডিভিশনে বেশ কয়েকজন মোটর ম্যান, গার্ড, এবং সামনের সারির বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। শিয়ালদহ ডিভিশন এর ১৪ জন গার্ড একসাথে করোনা ভাইরাসে আক্রান্ত হবার ফলে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। পাশাপাশি শিয়ালদহের আপ এবং ডাউন লাইনে বেশকিছু ট্রেন বাতিল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। রেলের জনসংযোগ বিভাগ থেকে জানানো হচ্ছে শনিবার সেই ট্রেন গুলি বন্ধ থাকবে।
পূর্ব রেলের হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনে কর্মীরা জানিয়েছেন বেশ কয়েকজন কর্মী বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত। আসানসোল ডিভিশনে ৮ পদস্থ কর্মী, আধিকারিক এবং অন্তত ৩০ জন করনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফ্রন্টলাইন রেল কর্মীদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিয়ালদহে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ১৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফলে সকলেই বেশ আতঙ্কিত এই বিষয়টি নিয়ে।