Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মারণ ভাইরাস আরো সক্রিয় বঙ্গে, একদিনেই আক্রান্ত ১২ হাজার

রাজ্যে করোনাভাইরাস এর পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই মুহূর্তে বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,৯৪৮ জন। এই পরিস্থিতিতে রাজ্যের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হল ৬৮,৭৯৮। আজকেই রাজ্যে…

Avatar

By

রাজ্যে করোনাভাইরাস এর পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই মুহূর্তে বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১,৯৪৮ জন। এই পরিস্থিতিতে রাজ্যের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা হল ৬৮,৭৯৮। আজকেই রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। মোটের উপর বর্তমানে পশ্চিমবঙ্গের করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। রাজ্যের মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থায় রয়েছে কলকাতা। কলকাতায় বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২,৬৪৬ জন। এছাড়াও মৃত্যু হয়েছে ১৪ জনের।

দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার পাশের জেলা উত্তর ২৪ পরগনা। এই জেলায় বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৩৭২ জন। তার সাথেও ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০৪। মৃত্যু ১০,৭৬৬ জনের। তার পাশাপাশি আশঙ্কাজনকভাবে সুস্থতার হার কমেছে। বর্তমানে করোনা ভাইরাসে এই রাজ্যে সুস্থ হয়েছেন ৮৮.৬৫ শতাংশ। এই সংখ্যাটা আগে ৯০ এর উপরে থাকত।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাড়তে থাকা করোনা ভাইরাস সংক্রমণের কারণে চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। প্রতিদিন একের পর এক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ১০,৭৮৪ জন। এছাড়া মৃত্যু হয়েছিল ৫৮ জনের। করোনা ভাইরাস মোকাবিলার জন্য টিকাকরণের জোর দেওয়া হয়েছে। রাশিয়ার স্পুটনিক’ ভি ভ্যাকসিন অনুমোদিত হয়ে গিয়েছে ভারতে। তাই এবারে আরো এক মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন আসছে ভারতে।

About Author