Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভয়াবহ পরিস্থিতি! করোনার কারণে সব সভা বাতিল করলেন মমতা

করোনা পরিস্থিতি ভয়াবহ, রাজ্যের রোড শো এবং মিছিল বন্ধ করার কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে নতুন নিয়ম কার্যকর হতে শুরু হয়ে…

Avatar

By

করোনা পরিস্থিতি ভয়াবহ, রাজ্যের রোড শো এবং মিছিল বন্ধ করার কথা ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে নতুন নিয়ম কার্যকর হতে শুরু হয়ে গিয়েছে। নতুন নির্দেশে পদযাত্রা, রোড শো এবং বাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করার কথা বলা হয়েছে। কিন্তু কমিশন জানিয়েছে সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করা যেতে পারে। তুমি অবশ্যই মেনে চলতে হবে করোনা ভাইরাসের সমস্ত দূরত্ব বৃদ্ধি। তার পাশাপাশি, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, যদি কোনরকম রোড শো এবং মিছিলের অনুমতি দেওয়া হয়ে থাকে, তাহলে তা অবিলম্বে বাতিল হবে।

হাইকোর্টের কাছে করোনা পরিস্থিতি নিয়ে অপমানিত হওয়ার পর নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। এই নতুন নির্দেশিকা জারি করার মাধ্যমে তারা ঘোষণা করে দিয়েছে, এবার থেকে সমস্ত করোনা ভাইরাস বিধি মেনে চলা হবে। এছাড়াও, হাইকোর্ট জানিয়েছিল নির্বাচন কমিশন শুধুমাত্র একটি সার্কুলার জারি করে দায়িত্ব সেরে ফেলেছে। তার পরিপ্রেক্ষিতেই রাজনৈতিক দলগুলির ওপর অত্যন্ত ক্ষুব্ধ রয়েছে নির্বাচন কমিশন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্ব নির্ধারিত সমস্ত জনসভা বাতিল করে দিয়েছেন।নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মমতা টুইট করে ঘোষণা করলেন, “রাজ্যে এবং দেশে করোনা ভাইরাস পরিস্থিতি দিকে নজর রেখে এবং নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সমস্ত নির্ধারিত জনসভা বাতিল করছি। আমি ভার্চুয়ালি আগামী জনসভায় যোগ দান করব।”

এই ঘোষণার পরে দলীয় স্তরে জানিয়ে দেওয়া হয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় পশ্চিম বর্ধমান জেলায় ৯টি আসনের তৃণমূল প্রার্থীদের নিয়ে দুর্গাপুরের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাংবাদিক বৈঠক ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়বে সব জায়গায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার চারটি সভা বাতিল করেছেন পশ্চিমবঙ্গে। শুক্রবার বিকেল ৫ টায় তিনি ভার্চুয়ালি সভা করবেন বলে জানা গিয়েছে।

About Author