একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ছয় দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও ২ দফা নির্বাচন। তবে এই করোনা আবহে বর্তমানে ভীতসন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাতেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন প্রায় ১৩ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। তবে এমন ভয়ংকর পরিস্থিতিতে চলছে একুশে বিধানসভা নির্বাচনের প্রচারযজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে তিনি আর জনসভা করবেন না। হবে শুধুমাত্র ভার্চুয়াল সভা। তবে এখনও গেরুয়া কেন্দ্রীয় নেতা নেত্রীরা বাংলায় এসে জনসভা করছেন। আজ অর্থাৎ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি আজ বোলপুরের জনসভায় উপস্থিত থেকে তৃণমূল জেলা প্রধান অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বোলপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে প্রচার করতে এসেছিলেন। সেখানে তিনি অনুব্রত মণ্ডলকে গুন্ডাভাই সম্মোধন করে কটাক্ষ করে বলেছেন, “২ মে তারিখের পর তৃণমূল গুন্ডাদের জেলে ঢুকাবো। গুন্ডাভাই, ভোটের পর দেখা হবে। তুমি থাকবে জেলে, আর আমরা বাইরে থেকে নমস্কার করবো।” তবে একবারও স্মৃতি ইরানি তার মুখে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ করেননি। তবে তিনি যে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেছেন তা বুঝতে বাকি ছিল না কারোর।
এছাড়াও আজ কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি বাংলায় মেয়েদের সম্মান প্রসঙ্গ নিয়ে গলায় সুর তুলেছেন। তিনি বলেছেন, “বিজেপি এই নির্বাচন লড়ছে বাংলার মানুষের সম্মান রক্ষার্থে। মুখ্যমন্ত্রী নিজেকে বাংলার মেয়ে হিসাবে দাবি করেন। কিন্তু বাংলার মেয়ে হয়ে কেউ কি চাল চুরি করতে পারে? কখনো শুনেছেন ঘরের মেয়ে চাল চুরি করছে? এই অরাজক সরকারকে হাটিয়ে বিজেপি কে ভোট দিয়ে ক্ষমতায় আনুন। কিছুদিনের মধ্যে বিজেপি সোনারবাংলা তৈরি করবে।”