Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জিতু-নবনীতার কোভিড পরীক্ষার ফল নেগেটিভ, সুস্থ দুজনেই

Updated :  Monday, April 26, 2021 1:17 PM

টলিটাউন ও টেলিটাউনে করোনা ক্রমশ আগ্রাসী হয়ে উঠেছে। এবার অসুস্থ হয়ে পড়লেন আকাশ আট চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘হয়তো তোমারই জন্য’-এর নায়ক জিতু কমল (jeetu kamal)। এই ধারাবাহিকে জিতু আইনজীবি আদি লাহিড়ীর ভূমিকায় অভিনয় করছেন। ধারাবাহিকে দেখানো হয়েছে চলতি সপ্তাহে আইনজীবি জাহ্নবী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদির বাগদান হতে চলেছে। জিতু অসুস্থ হওয়ার আগেই সেই পর্বের শুটিং হয়ে গেছে বলে জানিয়েছেন জিতু। দুদিন ধরে জ্বর ও সর্দি-কাশির পর কোভিড টেস্ট করিয়েছেন জিতু। কিন্তু এখনও তাঁর রিপোর্ট আসেনি। তবে জিতু ঝুঁকি নেননি। তিনি নিজেকে হোম আইসোলেশনে রেখে রিপোর্টের অপেক্ষা করছিলেন। একইসঙ্গে শুটিংয়ে যাচ্ছেন না জিতুর স্ত্রী নবনীতা (Nabanita das)-ও। তিনি স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে ‘মা তারা’-র ভূমিকায় অভিনয় করছেন। জিতু জানিয়েছেন, তাঁরা একসঙ্গে থাকেন। যেহেতু তখনও রিপোর্ট আসেনি তাই তাঁরা ঝুঁকি না নিয়ে দুজনেই হোম আইসোলেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জিতু-নবনীতা এর মধ্যেই কোভিড টেস্টের রিপোর্ট হাতে পেয়ে গেছেন। তাঁরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁদের রিপোর্ট নেগেটিভ এলেও সামান্য জ্বর, সর্দি-কাশি এখনও রয়েছে। এছাড়াও তাঁরা আবেদন করেছেন, কেউ যেন তাঁদের অসুস্থতা না লুকান। কারণ করোনা অতিমারী ক্রমশ ভয়ানক আকার ধারণ করছে।

সম্প্রতি কোভিড টেস্টের একটি ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জিতু লিখেছিলেন, তিনি আতঙ্কিত কারণ তিনি জানেন না তাঁর জন্য কি অপেক্ষা করছে। জিতু ভয় পাচ্ছেন, যদি তিনি কোভিড পজিটিভ হন তাহলে তাঁর থেকে অপর কেউ যেন সংক্রামিত না হন। তবে কোভিড রিপোর্ট নেগেটিভ আসার পর জিতু এখন অনেকটা নিশ্চিন্ত। এর আগে চৈতী ঘোষাল (chaiti ghoshal) ও কৌশিক সেন (koushik sen) দায়ী করেছিলেন অভিনেতাদের ব্যক্তিগত অবহেলাকে। একই পথে হাঁটলেন জিতুও। তিনি জানালেন, প্রযোজনা সংস্থা ও ম্যানেজমেন্টের সতর্কতার কোনো ফাঁক না থাকলেও অভিনেতারা নিজেরাই নিয়ম মানছিলেন না। তাঁরা অনেকেই মাস্ক পরছিলেন না। চৈতী বারবার সবাইকে সতর্ক করে মাস্ক পরতে বললেও কেউ শোনেননি।

অসুস্থতা লুকিয়েও অনেকে কাজ করছেন বলে জানিয়েছেন জিতু। জিতু বলেন, তাঁরই এক মেকআপ আর্টিস্ট তাঁকে বলেছেন, রিপোর্ট যদি পজিটিভ আসে তবেই তিনি ছুটি নেবেন। তাই এখনই তিনি কাউকে কিছু জানাননি। কিন্তু রিপোর্ট না আসা অবধি কাজ করছেন তিনি। ফলে এভাবেই স্টুডিওপাড়ায় বেড়ে চলেছে করোনা সংক্রমণ। একই সঙ্গে জিতু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, করোনা রোগী ও তাঁর পরিবারের প্রতি তাঁদের প্রতিবেশীরা যেন অমানবিক আচরণ না করেন। জিতু বলেছেন, তাঁর প্রতিবেশীরা ভীষণ সাপোর্টিভ। তাঁদের তরফ থেকে কোনোদিন কোনো খারাপ আচরণ পাননি বলে জানিয়েছেন জিতু।