নিউজপলিটিক্সরাজ্য

ভোট সপ্তমীতে আশাবাদী অভিষেক, তৃণমূলের আসন সংখ্যা নিয়ে করলেন বড়ো ঘোষণা

ভোট দেওয়ার পরেই এই মন্তব্য করলেন তিনি

Advertisement

নিজের বাড়ির কেন্দ্র ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূলের যুবরাজ তথা বিজেপির আদরের ‘ভাইপো’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দেওয়ার পরেই অভিষেক বললেন তিনি খুব আত্মবিশ্বাসী এবং দুই-তৃতীয়াংশ ভোটে তৃণমূল জয় লাভ করছে সেই নিয়েও তিনি অত্যন্ত আশাবাদী। তিনি বলছেন রাজ্যের স্পন্দন তিনি অনুভব করেছেন এবং লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে একথা তিনি স্বীকার করছেন।

ভোট দেওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনা ভাইরাস নিয়ে চিন্তা প্রকাশ করলেন। তারপর সরাসরি প্রধানমন্ত্রীর বেশকিছু পদক্ষেপকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বললেন, ‘শুধুমাত্র বাংলায় নয় গোটা দেশে করোনা পরিস্থিতি খুবই খারাপ। করোনার দ্বিতীয় ঢেউ করোনা সংক্রমণকে কোন পর্যায়ে নিয়ে পৌঁছেছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী ভ্যাকসিন অক্সিজেন দান করছে যেখানে দেশে এই সমস্ত জিনিসের আকাল। এই সবার আগে দেশের জন্য কিছু করা উচিত।’

এছাড়াও তার পরেই তার গলায় শোনা গেল আত্মবিশ্বাসী সুর। তিনি বললেন, ‘অনেক কটা দফা হয়ে গেছে এবং আজকে আমরা সপ্তম দফায় এসে দাঁড়িয়েছি। ইতিমধ্যেই ২৩০ আসলে নির্বাচন হয়ে গেছে। আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে জানতে পারছি এই ফলাফলে আমরা অনেকটাই এগিয়ে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সংখ্যা বাড়ানোর দফা। আমাদের মানুষের উপর আস্থা রয়েছে। মানুষ আমাদের বিশ্বাস করে আমাদের আবার ক্ষমতায় নিয়ে আসবে।’

Related Articles

Back to top button