দেশনিউজ

কোভিড পরিস্থিতিতে কি আবার বন্ধ হবে রেল পরিষেবা? সব প্রশ্নের উত্তর দিল রেল

রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্রেন পরিষেবা কোন ভাবেই বন্ধ হবেনা।

Advertisement

সারাদেশে ভয়াবহ অবস্থা শুরু করে দিয়েছে করোনাভাইরাস। এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ফলে প্রতিদিন তিন লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন ভারতে। এই পরিস্থিতিতে আবার কি বন্ধ করা হবে ট্রেন পরিষেবা? এই নিয়ে রবিবার দুপুরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করলেন রেল বোর্ডের চেয়ারম্যান সুনিত শর্মা। তিনি জানালেন, রেল কর্মীদের একটা বড় অংশই ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু তাহলেও রেল পরিষেবা কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এই সংকটময় পরিস্থিতিতে রেল অক্সিজেন ট্যাঙ্কারের মত জরুরী পরিষেবা দিতে শুরু করেছে। এছাড়াও এখনো পর্যন্ত রেল ইতিমধ্যেই ১৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করে দিয়েছে। এইমাত্র আগামী দু-তিন দিনের মধ্যে আরো বেশি হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এই জরুরি পরিষেবার জন্য সারা ভারতে স্টিল প্লান্ট এর সঙ্গে যোগাযোগের ম্যাপ তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। তাই সেখান থেকে অক্সিজেন সরবরাহ যাতে কোনরকম ভাবে ব্যাঘাত না ঘটে তাই লাইন থেকে সিগনাল কর্মীরা সব সময় তৎপর রয়েছেন।

সুনীত শর্মা আরো জানালেন, “কয়েকটি রাজ্য থেকে বলা হয়েছে আরটি পিসিঅার এবং ভ্যাকসিনের রিপোর্ট যদি না নিয়ে যাওয়া হয় তাহলে প্রবেশ করতে দেওয়া হবে না। সেরকমভাবে আমরা যাত্রীদের জানিয়ে দিয়েছি।” জানিয়ে রাখি আনলক পর্যায়ের পর, ১৫১৪ স্পেশাল ট্রেন, ৫৩৮৭ শহরতলী ট্রেন, ৯৮৪টি প্যাসেঞ্জার ট্রেন এবং ২৮টি ক্লোন ট্রেন চালানো হচ্ছে। বিভিন্ন রাজ্যের প্রয়োজনে ৪১৭৬টি আইসোলেশন কোচ রেডি করা হয়েছে। যখন রাজ্যের তরফ থেকে জানানো হবে সেই হিসেবে ট্রেনে এই কোচ চালু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।

Related Articles

Back to top button