করোনা অতিমারী ক্রমশ সর্বগ্রাসী হয়ে উঠছে। এবার করোনায় আক্রান্ত হলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (allu arjun)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কথা জানিয়ে অভিনেতা বলেছেন, তাঁকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তিনি হোম আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। এই মুহূর্তে তাঁর স্ত্রী ও দুই সন্তানের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে। এছাড়াও অর্জুন তাঁর সান্নিধ্যে আসা সমস্ত ব্যক্তিকে অনুরোধ করেছেন কোভিড টেস্ট করানোর জন্য। অর্জুন নিজের অনুরাগীদের উদ্দেশ্যে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন নেওয়ার আবেদন জানিয়েছেন।
আল্লু অর্জুনের আত্মীয় চিরঞ্জিবী (chiranjeevi) ও রাম চরণ (Ram charan) গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। অর্জুন 2003 সালে কে.রাঘবেন্দ্র রাও (k.raghavendra rao) পরিচালিত ফিল্ম ‘গঙ্গোত্রী’-র মাধ্যমে অভিনয়ে ডেবিউ করেন। 2004 সালে সুকুমার (sukumar) পরিচালিত ফিল্ম ‘আর্যা’ ও ‘রোজ’ ফিল্মে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এরপর থেকেই অর্জুনের ফিল্ম ফ্লপ হতে থাকে।
পরপর কয়েকটি ফিল্ম ফ্লপ করার পর 2014 সালে অর্জুন ‘রেস গুরাম’ ফিল্মের মাধ্যমে কামব্যাক করেন। ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়। এরপর ‘রুদ্রামাদেবী’ ও ‘সাড়াইনাড়ু’ র মাধ্যমে অর্জুন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেন।