দেশনিউজ

আজকে থেকে শুরু হচ্ছে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণের রেজিস্ট্রেশন, জানুন সম্পূর্ণ পদ্ধতি

আপনারা আজকে বিকেল চারটে থেকে CoWin ওয়েবসাইট, আরোগ্য সেতু এবং উমঙ্গ অ্যাপ্লিকেশন থেকে ভ্যাকসিনেশনের রেজিস্ট্রেশন করতে পারবেন।

Advertisement

আগামী ১ মে থেকে ভারতে চালু হয়ে যাচ্ছে তৃতীয় পর্যায়ের করোনা ভাইরাসের টিকা করন। এই টিকা করনে ১৮ বছরের বেশি বয়সের যে কোন মানুষ টিকা গ্রহণ করতে পারবেন। তবে তার আগে অবশ্যই তাকে বেশকিছু প্রস্তুতি নিতে হবে। ২৮ এপ্রিল থেকে আপনারা কেন্দ্রীয় সরকারের CoWin পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তারপরেই আপনারা টিকা করনের জন্য অ্যাপ্লিকেশন দিতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, এই পদ্ধতি মোটামুটি আজকে অর্থাৎ ২৮ এপ্রিল তারিখে দুপুর ১২টা থেকে শুরু হয়ে যাবে। তার সাথে সাথে ভারত সরকারের কন্টাক্ট ট্রেসিং অ্যাপ্লিকেশন আরোগ্য সেতু থেকেও আপনারা টিকা করনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে। তবে, গুরুত্বপূর্ণ বিষয়টি হলো CoWin অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করবেন না তার পরিবর্তে CoWin ওয়েবসাইট ব্যবহার করুন।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন ?

১) রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে CoWin ওয়েবসাইটে এই ওয়েবসাইটের ইউআরএল হলো cowin.gov.in

২) এবার আপনাকে রেজিস্টার অথবা সাইন-ইন ইয়োরসেল্ফ বাটনে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে মোবাইল নম্বর দিতে হবে। তারপরে আপনাকে ওটিপি অপশনটি ক্লিক করতে হবে

৩) আপনার মোবাইল ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে এন্টার করতে হবে।

৪) তারপরে রেজিস্টার ফর ভ্যাক্সিনেশন পেজে ক্লিক করতে হবে আপনাকে। তারপর আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে নিজের। এই ডিটেলের মধ্যে রয়েছে নিজের নাম, জন্মতারিখ, আপনার লিঙ্গ এবং একটি ফটো আইডি প্রুফ।

৫) তারপর আপনাকে রেজিস্ট্রার অপশনে ক্লিক করতে হবে।

৬) এবারে আপনাকে একটি অ্যাপোয়েন্টমেন্ট সিডিউল করতে হবে Schedule An Appointment বাটনে ক্লিক করে।

৭) সেখানে আপনাকে সিডিউল নেক্সট অপসনে ক্লিক করতে হবে।

৮) তারপর আপনাকে দিতে হবে পিনকোড এবং তারপর আপনাকে সার্চ বাটনে ট্যাপ করতে হবে।

৯) আপনার বাড়ির সামনে যে সমস্ত জায়গায় ভ্যাক্সিনেশন হচ্ছে সেইসব তালিকা চলে আসবে। আপনাকে যেকোন একটি তারিখ এবং সময় বেছে নিতে হবে এবং তারপর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।

১০) যখন ভ্যাকসিন নিতে যাবেন তখন অবশ্যই একটি ফটো আইডি প্রুফ এবং CoWin ওয়েবসাইটের কনফার্মেশন নিয়ে যাবেন। যেকোনো একটি লগইন থেকে আপনারা একসাথে ৪ জনকে যুক্ত করতে পারবেন ভ্যাক্সিনেশন এর জন্য।

এছাড়াও আরোগ্য সেতু অ্যাপ থেকেও আপনারা করোনা ভ্যাকসিনেসনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে তার পদ্ধতিটা একটু অন্যরকম।

কিভাবে করবেন রেজিস্ট্রেশন Aarogya Setu থেকে –

১) এর জন্য আপনাকে নিজের স্মার্টফোনে থেকে আরোগ্য সেতু অ্যাপ খুলতে হবে এবং তারপর CoWin ট্যাবে ক্লিক করতে হবে।

২) এরপর আপনাকে ভ্যাক্সিনেশন রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করতে হবে এবং তারপর দিতে হবে নিজের ফোন নম্বর। এই ফোন নম্বরে আপনার কাছে একটি ওটিপি আসবে।

৩) আপনি নিজের মোবাইল নম্বর ভেরিফাই করানোর সময় এই ওটিপি ব্যবহার করতে পারবেন।

৪) এবার আপনাকে রেজিস্ট্রেশন ফর ভ্যাক্সিনেশন পেইজে রিডাইরেক্ট করা হবে। তারপর আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে নিজের। এই ডিটেলের মধ্যে রয়েছে নিজের নাম, জন্মতারিখ, আপনার লিঙ্গ এবং একটি ফটো আইডি প্রুফ।

৫) তারপর আপনাকে রেজিস্ট্রার অপশনে ক্লিক করতে হবে।

৬) এবারে আপনাকে একটি অ্যাপোয়েন্টমেন্ট সিডিউল করতে হবে Schedule An Appointment বাটনে ক্লিক করে।

৭) সেখানে আপনাকে সিডিউল নেক্সট অপসনে ক্লিক করতে হবে।

৮) তারপর আপনাকে দিতে হবে পিনকোড এবং তারপর আপনাকে সার্চ বাটনে ট্যাপ করতে হবে।

৯) আপনার বাড়ির সামনে যে সমস্ত জায়গায় ভ্যাক্সিনেশন হচ্ছে সেইসব তালিকা চলে আসবে। আপনাকে যেকোন একটি তারিখ এবং সময় বেছে নিতে হবে এবং তারপর কনফার্ম অপশনে ক্লিক করতে হবে।

১০) যখন ভ্যাকসিন নিতে যাবেন তখন অবশ্যই একটি ফটো আইডি প্রুফ এবং CoWin ওয়েবসাইটের কনফার্মেশন নিয়ে যাবেন। যেকোনো একটি লগইন থেকে আপনারা একসাথে ৪ জনকে যুক্ত করতে পারবেন ভ্যাক্সিনেশন এর জন্য।

জেনে রাখুন –

১) আজকে বিকেল ৪টা থেকে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকাকরণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে।

২) অনেকের ক্ষেত্রে CoWin অ্যাপ্লিকেশন হয়তো কাজ করছে না তাই তাদেরকে অনুরোধ করা হয়েছে যেনো তারা CoWin ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেন।

৩) এছাড়াও আরোগ্য সেতু এবং উমঙ্গ অ্যাপ্লিকেশন থেকে রেজিস্ট্রেশন করা সম্ভব।

৪) তবে অবশ্যই করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার আগে নিজের ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নিন।

Related Articles

Back to top button