আর কিছুক্ষণের অপেক্ষা! রাজ্যের এই জেলাগুলিতে ঝেঁপে নামছে বৃষ্টি, সাথে বইবে ঝোড়ো হাওয়া
বৃষ্টির সাথে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে
এপ্রিল মাস শেষ হয়ে গেলেও প্রবল দাবদাহে রীতিমতো নাজেহাল হচ্ছে বাঙালিরা। বাংলায় দিনের পর দিন তাপমাত্রার পারদ ক্রমশ লাফিয়ে বাড়ছে। ভ্যাপসা গরমে প্রাণ যেন ওষ্ঠাগত। তবে এই সময় স্বস্তির খবর শোনান আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির সাথে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেরও বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আজ বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সাথে সাথে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ বৃষ্টি হলেও স্বস্তি পাবে না বঙ্গবাসীরা। আগামীকাল সকাল থেকে আবারো রোদের তেজ প্যাচপ্যাচে গরমের সৃষ্টি করবে।
এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতা বা দক্ষিণবঙ্গে থাকুন গরম বজায় থাকবে। আদ্রতা বেশি থাকায় প্যাচপেচে গরম অনুভূত হবে। আজ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রী সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে। অন্যদিকে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ এগ্রি সেলসিয়াস। শহরের বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ২২ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে শহর কলকাতার বুকে কালবৈশাখী হলেও তা স্বস্তি দেয়নি শহরবাসীকে। রৌদ্রোজ্জ্বল দিনে দাবদাহে জ্বলছে গোটা কলকাতা শহর।