দেশনিউজ

তীব্র ভূমিকম্প! অসমে ভেঙে পড়ল বিশাল পাহাড়ের একাংশ, তুমুল ভাইরাল ভিডিও

অসমে উদলগিরি জেলার ভৈরবকুণ্ড পাহাড়ের একাংশ ভেঙে পড়েছে কম্পনের তীব্রতার জেরে

Advertisement

আজকে সকালেই ভূমিকম্পের তীব্রতায় একেবারে কেঁপে উঠেছিল উত্তরপূর্বে অসম, উত্তরবঙ্গ, বিহার, পাশাপাশি বাংলাদেশ এবং ভুটান। এই কম্পন এতটাই তীব্র ছিল যে বেশকিছু বাড়িতে ফাটল নেমে এসেছিল। বেশকিছু রাস্তায় দেখা গেছে ফাটল। মানুষ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসে। ভৈরব কোন পাহাড়ের একাংশ ভেঙে পড়েছে বলেও খবর। আর এই খবরে স্বাভাবিকভাবেই ত্রস্ত ভারতবাসী।

আপনারা ইতিমধ্যে সকলেই জানেন, সকাল ৭টা ৫১ মিনিটে অসম এবং একাধিক স্থানে তীব্র কম্পন অনুভূত হয়েছিল। তার সাথে সাথেই রিকটার স্কেলে এই মাত্রা ৬.৪ এ পৌঁছায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ এবং দার্জিলিং এলাকা ভূমিকম্পের তীব্রতা কেঁপে ওঠে।

কম্পনের তীব্রতা এত বেশি ছিল কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল। কম্পিউটার উৎস স্থল ছিল গুয়াহাটি ১০০ কিমি দূরে একটি জায়গা যার নাম সনিৎপুর। আর এই ভূমিকম্পের জন্য অসমের উদলগিরি জেলার অরুণাচল প্রদেশ এবং কোন সীমান্তে অবস্থিত ভৈরবকুন্ড পাহাড়ের একাংশ ভেঙে পড়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পাহাড়ের ভেঙে যাওয়ার এই ঘটনা একেবারে ভাইরাল হয়েছে।

Related Articles

Back to top button