Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘এত শান্তিপূর্ণ ভোটগ্রহণ দেখিনি’, ভোটদানের পর বক্তব্য মিঠুনের

কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার মিঠুন চক্রবর্তী

Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের শেষপর্ব এসে উপস্থিত হয়েছে। আজ চলছে শেষ দফা অর্থাৎ অষ্টম দফার ভোটগ্রহণ পর্ব। আজকে ৪ জেলার ৩৫ আসনে ভোটগ্রহণ চলছে। এরমধ্যে বীরভূমের ১১ টি আসন, মালদহের ৬ টি আসন, মুর্শিদাবাদের ১১ টি আসন ও কলকাতার ৭ টি আসন আছে। কলকাতার কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার হয়েছেন বিজেপি তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তী। আসলে বিজেপিতে যোগদান করার পর মিঠুন চক্রবর্তী তাঁর বোনের বাড়ির ঠিকানায় কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের ভোট। তিনি আজ সকালেই নিরাপত্তা বাহিনীর সাথে গিয়ে শুভক্ষণ বিয়েবাড়িতে ভোট দেন। বুথ নাম্বার ছিল ২৪৭।

ভোট দেওয়ার পর মহাগুরু জানিয়েছেন যে, “এত শান্তিপূর্ণ ভোট গ্রহণের আগে কখনো হয়নি। নিরাপত্তা কর্মীদের আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।” এছাড়াও তিনি জনসাধারণের উদ্দেশে বলেছেন, “সকলে ভোট দিন। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার।” প্রসঙ্গত উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ থাকলেও কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপির ব্রিগেড সমাবেশ থেকে তিনি গেরুয়া শিবিরে যোগদান করেন। গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই বিভিন্ন জেলায়কে তিনি একাধিক রোড শো এবং জনসভা করেন।

সেই সময় মিঠুন চক্রবর্তী তার বোনের বাড়িতে ভোটার হলে অনেকেই মনে করেন যে এবার হয়ত তাহলে কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী হবেন। তবে নিজেই তিনি জল্পনায় জল ঢেলে সাফ জানিয়ে দিয়েছিলেন যে তিনি প্রার্থী হচ্ছেন না। তিনি তারকা ভোটপ্রচারক এর মত বিভিন্ন জেলায় জেলায় গিয়ে বিজেপির প্রচার করেছেন। মিঠুন চক্রবর্তীর প্রত্যেকটি জনসভাতে কার্যত মানুষের ঢল নামত।

Related Articles

Back to top button