Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তিক্ততা ভুলে মিষ্টতা, দিদিকে জয়ের শুভেচ্ছা জয়ের শুভেচ্ছা জানালেন মোদি

Updated :  Sunday, May 2, 2021 8:56 PM

যখন ভোটের প্রচার চলছিল তখন দুজনের সম্পর্ক একেবারে সাপে নেউলে। কিন্তু ভোট মিটতে না মিটতেই দেখা গেল মোদি এবং মমতার সৌজন্য। কিছুদিন আগে ‘দিদি ও দিদি’ করে প্রত্যেক জনসভায় ঝড় তুলেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু রবিবার যখন দেখলেন সেই দিদি জয়লাভ করেছেন নির্বাচনে, তখন সে দিদিকে অভিনন্দন জানাতে ভুললেন না নমো। পাশাপাশি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সরকারকে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

তার পাশাপাশি টুইটারে তিনি লিখলেন, “তৃণমূল কংগ্রেসের জয় এর জন্য মমতা দিদিকে অত্যন্ত শুভেচ্ছা জানাই আমি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে এবং করোনাভাইরাস পরিস্থিতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সহায়তা করবে। পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার।’ পাশাপাশি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের জয়ের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, শুভেন্দু অধিকারীর জয় নিয়ে তেমন একটা কোনো মন্তব্য করতে শোনা গেল না মোদিকে।

একুশের নির্বাচন নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই মমতা বনাম মোদি তরজা শুরু হয়ে গেছিল। রাজনৈতিক তিক্ততা উঠেছিল চরমে। তার মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস কে জয়লাভ করেছে। তাই এবারে এই সমস্ত মান অভিমান ভুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সৌজন্যে জানাতে ভুললেন না দায়িত্ববান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।