Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ডিভোর্স তো নামেই, বাড়ছে ভালোবাসা! উচ্ছেবাবুর গালে হলুদ লাগাল মিঠাই

Updated :  Wednesday, May 5, 2021 12:42 PM

ঘড়িতে ঠিক রাত ৮টা বাজলেই মিঠাই নিজের মনোহারা আর এক রাশ হাসি নিয়ে হাজির টেলিভিশনের পর্দাতে। আজ বহু বাঙালির ঘরে হারাতে বসেছে মনোহারা। গ্রাম বাংলার জনপ্রিয় একটি মিষ্টি মনোহারা। আর এই মিষ্টির কারিগর মিঠাই নিকে। তার হাতে বানানো সেরা মিষ্টি মনোহরা। এই মিঠাই মনোহারা বিক্রি করতে করতে এসে পৌছায় মোদক পরিবারে। এখানে এসে নিজের হাতে সকলকে মনোহারা খাওয়িয়ে প্রশংসা পেলেও খাওয়াতে পারেনা একজনকে৷ তিনি হলেন মোদক বাড়ির বড় ছেলে সিদ্ধার্থ বা সিড৷

সে নিজের বাড়ির মিষ্টির ব্যবসায়ে আগ্রহী নয় তেমনি মিষ্টি খেতে একদম পছন্দ করেনা। নিজের মতো করে গড়ে তুলতে চায় নিজের জীবন। খানিকটা ইন্ট্রোভার্ট তাই এক্কান্নবর্তী বাড়ির কোনও নিয়ম, আচার-অনুষ্ঠানে যোগদান করে না। এবার এই গোমড়ামুখো সিডকে মিষ্টি খাওয়ানোর চ্যালেঞ্জ নেয় মিঠাই। মিষ্টি না খাওয়াতে সিডেকে মিঠাই নাম দেয় উচ্ছেবাবু। তবে ঘটনাচক্রে এই উচ্ছেবাবুর সাথে মিঠাইয়ের বিয়ে হয়। তবে এই বিয়েতে উচ্ছেবাবু খুশি নয়। দাদুর মন রাখতে এই বিয়ে করে। এদিকে মোদক ব্যবসার ভার নিয়েছে মিঠাই। এই মেয়ে মনোহারা বানিয়ে ব্যবসার উন্নতি করছে। আর এতেই টিআরপিতে সেরা পাঁচে।

আর এই গল্পের নায়ক নায়িকা হলেন আদৃত রায় ও সৌমিতৃষা কুন্ডু। আদৃত বহু সিনেমায় অভিনয় করেছেন এই প্রথম সিরিয়ালে অভিনয় করেছেন। সৌমিতৃষা এর আগে অভিনয় করেছেন সান বাংলার ‘কনে বউ’-তে। এবার মিঠাই হয়ে মিঠাই ধারাবাহিকে কাজ করছেন। আর সৌমিতৃষা নিজের অভিনয় দিয়ে মা কাকিমার প্রিয় পাত্রী হয়ে উঠেছে। প্রথম যখন মিঠাই শুরু হয় তখন এই ধারাবাহিক টআরপিতে সেরা পাঁচে জায়গা করেছিল এখন বিগত কয়েক সপ্তাহ ধরে একেবারে প্রথম স্থানই দখল করেছে মিঠাই ধারাবাহিক।

মিঠাই গল্পে এসেছে এক বড় ট্যুইস্ট। সিড কোনোভাবে মিঠাইকে পছন্দ না করাতে দাদু মিঠাই আর সিডের মিথ্যে মিথ্যে ডিভোর্স দেওয়া করায়। এরপর থেকেই উচ্ছেবাবুর মিঠাইয়ের প্রতি দায়িত্ববোধ বেড়ে যায়। কখনো মিঠাইকে রান্নায় সাহায্য করছে তো কখনো মিঠাইয়ের কথায় অফিস থেকে লিফ নিয়ে বাড়ি চলে আসে। তাহলে কি দুজনের ভালোবাসা বাড়ছে নাকি দায়িত্ববোধ।

সম্প্রতি দেখানো হচ্ছে নিপার প্রিওয়েডিং ফটোশুট শেষ এবার গায়ে হলুদের পালা। সিড ছুটি নিয়ে গায়ে হলুদের কাজে লেগেছে। তা দেখে বাড়ির সকলে অবাক। এরপর গায়ে হলুদের নিয়ম আচার শুরু হয় সিড তার বোনের গায়ে হলুদের ভিডিও করছে। এর মাঝেই মিঠাই দাদাবাবুকে হলুদ লাগাতে গিয়ে শেষমেশ সিদ্ধার্থের গালেই হলুদ মাখিয়ে বসে। এরপর? হলুদ লাগিয়ে মিঠাই ভয়ে রসগোল্লার মত চোখ করে হা হয়ে গেছে মিঠাইয়ের। এরপর কি উচ্ছেবাবু মিঠাইকে বকবে সেটাই দেখার পরবর্তী এপিসোডে। আর দাদু কি মিঠাই আর সিডের মিল করাতে পারবে।