চলতি ২০২১ যেন পুরো ২০২০ এর পুনরাবৃত্তি। আগের বছরের মতোই করোনা ত্রাসে নাজেহাল গোটা দেশবাসী। আগের বছর লকডাউনের কারণে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছরে গতকাল নবান্ন থেকে ঘোষণা করা হয়েছিল যে কোন লোকাল ট্রেন চলবে না করোনার সংক্রমণ ঠেকানোর জন্য। লোকাল ট্রেনের পাশাপাশি বেশকিছু দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করে দিয়েছে ভারতীয় রেলওয়ে। আসলে এই মুহূর্তে বাংলা তথা অন্যান্য রাজ্যের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ খুবই জরুরি হয়ে পড়েছে। দৈনিক দেশ জুড়ে ৪ লাখের কাছাকাছি মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও এই নতুন মিউটেন্ট স্ট্রেন আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। যার দরুন মৃত্যুহার বেড়ে গেছে। এখন দৈনিক সাড়ে ৩ হাজারের বেশি মানুষ দৈনিক মারা যাচ্ছে।
গতকাল সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার সময় বলেছিলেন যে তার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কাজ হবে করোনা নিয়ন্ত্রণ করা। ইতিমধ্যেই তিনি তার জন্য একটি নতুন গাইডলাইন প্রকাশ করেছেন। সেই গাইডলাইনে বলা হয়েছে আজ থেকে রাজ্যে কোন লোকাল ট্রেন চলবে না। সাথে সাথে ভারতীয় রেল জানিয়েছে যে তারা ১৬ টি স্পেশাল দূরপাল্লার ট্রেন এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে চায়। আসলে গতবছর কোভিড পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রেন চালু হয়েছিল। প্রথমে যাত্রী হলেও পরে এই সমস্ত স্পেশাল ট্রেনে যাত্রী সংখ্যা খুব কমে যায়। এমনকি চলতি বছরে আবার সংক্রমণ হওয়ায় ওইসব ট্রেনে একদমই যাত্রী হচ্ছে না। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে যে ১৬ টি স্পেশাল দূরপাল্লার ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হবে।
একনজরে জেনে নিন বাতিল ট্রেনের তালিকা:
- 03047, 03048 নম্বর হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস ও 03117 ও 03118 কলকাতা-লালগোলা এক্সপ্রেস
- 03027 ও 03028 নম্বর হাওড়া আজিমগঞ্জ স্পেশ্যাল এক্সপ্রেস
- দুর্গাপুর, ধানবাদ, বোকারো স্টিল সিটি হয়ে রাঁচিগামী 02019 ও 02020 হাওড়া রাঁচি স্পেশ্যাল এক্সপ্রেস
- শিয়ালদহ থেকে রামপুরহাটের মধ্যে চলাচল করা স্পেশ্যাল ট্রেন 03187 ও 03188
- হলদিয়া থেকে আসানসোলের মধ্যে চলা স্পেশ্যাল ট্রেন 03502 ও 03501