Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাস্টারদা সূর্য সেনের বংশধর, অভিনয়ের পর রাজনীতিতে নামবেন রিমি সেন

Updated :  Thursday, May 6, 2021 9:35 PM

বঙ্গ তনয়া রিমি সেন হাঙ্গামা, ধুম, ফির হেরা ফেরি ইত্যাদি একাধিক সুপারহিট বলিউড সিনেমাতে অভিনয় করলেও বলিউডের জমিতে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেননি তিনি। দীর্ঘদিন কোন সিনেমাতে রোল না পেয়ে বলি দর্শকদের মন থেকে হারিয়ে গিয়েছেন এই অভিনেত্রী। তবে রোল না পেয়ে কথাটা বলা ভুল হবে। বলা ভাল মনের মত চরিত্র না পেয়ে অভিনয় না করাতে এখন বলিউডের জাঁকজমক থেকে হারিয়ে গেছেন এই অভিনেত্রী। তাকে শেষে ২০১৫ সালে বিগ বস রিয়েলিটি শোতে দেখা গিয়েছিল। তারপর থেকেই রিল দুনিয়াতে আর দেখা মেলেনি বাংলার অভিনেত্রী রিমি সেনকে। তবে এখন কি করছেন তিনি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

চল্লিশ ছুঁই ছুঁই বয়সে রিমি সেন এখন ক্যামেরার সামনে থেকে কাজ করার বদলে বেছে নিয়েছেন ক্যামেরার পিছনের জীবনকে। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “আমি আমার মনের মত চরিত্র না পাওয়ার জন্যই তেমন কোন ছবি করিনি। শুধুমাত্র টাকার জন্য অভিনয় আমি করতাম না। আগে শুধুমাত্র নায়িকাদের সাজিয়ে রাখা হতো। প্রাধান্য পেত নায়করা। তাই তখন সেটা মেনে নিতে পারিনি। অভিনয় ছেড়ে ক্যামেরার পিছনের জগতে নিজের ঠিকানা খুঁজে বার করেছিলাম।”

আসলে বঙ্গ তনয়া রিমি সেন এর একটি নিজের প্রোডাকশন হাউজ আছে। সেখানে তিনি কিছুদিন আগেই গজরাজ রাওয়ের সাথে প্রযোজনা করে বুধিয়া সিং নামক একটি সিনেমা করেছিলেন যা জাতীয় পুরস্কার পেয়েছেন। বর্তমানে তিনি ক্যামেরার পিছনে থেকেই কাজ করতে বেশি ভালোবাসেন। জাতীয় পুরস্কার পাওয়ার পরে বর্তমানে বেশ কয়েকটি চিত্রনাট্যের নিয়ে কাজ করছেন। আসলে এই অভিনেত্রী চরিত্র নিয়ে খুবই ওয়াকিবহাল ছিলেন। তার পছন্দ না হলে তিনি কোন চরিত্র করতেন না। এমনকি জানা গিয়েছে ধুম ছবিতে বোল্ড সিন করতে গিয়ে তিনি কেঁদে ভাসিয়েছিলেন।

অভিনয়ের পাশাপাশি রিমি সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি খুব তাড়াতাড়ি রাজনীতির ময়দানে নামতে চলেছেন। তিনি এই বিষয়ে বলেছেন, “আমার শরীরে সূর্যসেনের রক্ত বইছে। রাজনীতিতে তো আমি আসবই।” রিমি সেনের ঠাকুরদার ভাই ছিলেন মাস্টারদা সূর্যসেন।