পরিস্থিতি আরও ভয়াভয়! করোনার তৃতীয় ঢেউ আটকানো যাবে না, আশঙ্কা কেন্দ্রের
দ্বিতীয় ঢেউ সামলানোর পরেই খুব শীঘ্রই করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে
করোনা ভাইরাস সংক্রমন লাফিয়ে বাড়ছে ভারতের বুকে। গতবছরের সংক্রমনের ভয়ংকরতা ছাপিয়ে গেছে চলতি বছরের সংক্রমণ। বছরের প্রথম দিকে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকে প্রায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এখন দৈনিক ৪ লাখের কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই দ্বিতীয় ঢেউতে বেসামাল গোটা দেশ। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না এবং একাধিক রাজ্যে রোগীরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। রোগীদের ভর্তি করার জন্য হাসপাতালে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এর মাঝেই কেন্দ্রীয় উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ ভারতের বুকে আছড়ে পড়তে চলেছে।
সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা ড: কে বিজয়রাঘবন। তিনি বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই আবার ভারতবাসীর ওপর তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তিনি এক সংবাদমাধ্যমে বলেছেন, “যে হারে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে তাতে ফেজ ৩ আসতে বাধ্য। তবে কবে তা আসবে তা বলা খুবই মুশকিল। আশা করা যায় ধীরে ধীরে আসবে। কিন্তু কিছুই বলা যায় না। এটা শেষ হওয়ার পরেই চলে আসতে পারে। তাই আমাদের তৈরি থাকতে হবে এখন থেকেই। এছাড়া আমাদের টিকাগুলিকে আরও আপডেট করতে হবে।”
তার কথার মাধ্যমে এটা স্পষ্ট যে তিনি বোঝাতে চাইছেন করোনার তৃতীয় ঢেউ ভারতে অপ্রতিরোধ্য হয়ে উঠবে যদি না আমাদের টিকাতে কোন পরিবর্তন করা হয়। আমাদের টিকা উন্নত না করা হলে তা তৃতীয় স্ট্রেনের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এর ফলে সংক্রমণ লাগামছাড়া হয়ে যাবে। ইতিমধ্যেই দ্বিতীয় ঢেউতে নাজেহাল ভারত। তার ওপর তৃতীয় সংক্রমণ এলে আমাদের টিকা তা প্রতিহত না করতে পারলেন দেশের অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠবে। এই বিষয়ে তিনি বলেছেন, “ভারতের যে নতুন প্রকারভেদ দ্রুত ছড়াচ্ছে তাতে আটকাতে হলে টিকা আরও উন্নত করতে হবে।”