Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সোশ্যালে মিমঃ ডলারের তুলনায় টাকার দাম কমে যাচ্ছে, এখন কী করা উচিত? শুনুন ব্যাঙ্গ করে বাকিরা কি বললেন!

Updated :  Tuesday, August 27, 2019 10:22 AM

অরূপ মাহাত: দেশ মেতে রয়েছে কাশ্মীর ও পাকিস্তান নিয়ে। এদিকে দেশের অর্থনীতি যে একেবারে গাড্ডায় সেদিকে নজর নেই কারো। ফলে, বিজেপি নিয়ন্ত্রণাধীন কেন্দ্র সরকারও সুচতুর ভাবে এড়িয়ে চলেছে অর্থনীতির বিষয়টিকে।

অর্থনীতির এমন বেহাল দশা নিয়ে অবশ্য বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছে না। টাকার দাম ক্রমশ পড়তে পড়তে তা সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে। বর্তমানে ১ আমেরিকান ডলারের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭২ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যা নিয়ে আক্রমণের শিকার হতে হয়। স্যোশাল মিডিয়ার বিভিন্ন পোস্টে প্রধানমন্ত্রী সহ বিজেপি শীর্ষস্থানীয় নেতাদের আক্রমণ করা হচ্ছে।

সোশ্যালে মিমঃ ডলারের তুলনায় টাকার দাম কমে যাচ্ছে, এখন কী করা উচিত? শুনুন ব্যাঙ্গ করে বাকিরা কি বললেন!
Image Source : facebook

এমনই একটি মিমে নেটিজেনরা বিজেপি নেতাদের আক্রমণ করেন। যেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ পাশাপাশি বসে রয়েছেন। সেখানেই ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় প্রধানমন্ত্রী বাকীদের কাছে জানতে চান, এখন কী করা উচিত? প্রতিরক্ষামন্ত্রী বলেন, কড়া নিন্দা করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডলারকে কিডন্যাপ করা উচিত। বিজেপি শাসিত কেন্দ্র সরকারের প্রতি এভাবেই বিদ্রুপ ছড়িয়ে দিচ্ছে নেটিজেনরা।

অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী বারবার শক্তিশালী দেশ গঠনের কথা বলছেন। অথচ একে একে সমস্ত রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি ক্ষেত্রে লাগামছাড়া কর্মী ছাঁটাই, বেকারত্ব চরম সীমায় পৌঁছানো আসলে দেশের বেহাল দশাকেই নির্দেশ করে।