রাজ্যে যত বেশি করোনা সংক্রমণ বাড়ছে, ততই ধীরে ধীরে হ্রাস পাচ্ছে করোনা ভ্যাকসিন এর সংখ্যা। অনেকে এমন রয়েছেন যারা প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। এই অবস্থায় রাজ্যের মানুষকে একটু স্বস্তি দিতে এবারে রাজ্যে আসছে আরো সাড়ে ৩ লক্ষ কোভি শিল্ড এর ডোজ। জানা গেছে, আগামীকাল অর্থাৎ সোমবার এই ডোজ বাংলায় আসছে। তারপরেই এই ডোজ সরাসরি নিয়ে যাওয়া হবে বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল এর গোডাউনে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব গ্রহণের পরেই কেন্দ্রের কাছে বিনামূল্যে ভ্যাকসিন চেয়ে পাঠিয়ে একটি মামলা করেন সুপ্রিম কোর্টে। তারপরেই ব্যাক ফুটে চলে যায় কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই তাদের সেন্ট্রাল ভিস্টা প্রকল্প নিয়ে বেশ চাপে আছে কেন্দ্র। ফলে এবারে আর তারা দেরি করতে প্রস্তুত না।
মুখ্যমন্ত্রী আগেই কেন্দ্রের কাছে ৩ লক্ষ ৬৬ হাজার কোভ্যাকসিন এর ডোজের জন্য দাবি জানিয়েছেন। সেই অনুযায়ী রবিবার সকালে ৮টা নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ কোভ্যাকসিন এর ডোজ এসে উপস্থিত হয়েছিলো। বাগবাজারের রাজ্য সরকারের গোডাউনে এই ডোজ নিয়ে যাওয়া হয়।
জানা গেছে রাজ্য সরকার এই ডোজ সমস্ত রাজ্যবাসীর কাছে এই ডোজ পৌঁছে দেবে সময় মত। একজন সরকারি আধিকারিক জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে ১৪ লক্ষ কভিশিল্ড এবং ৩ লক্ষ ৬৬ হাজার কো ভ্যাকসিনের ডোজ চেয়ে পাঠানো হয়েছে। আজকে সকলেই ১ লক্ষ কো ভ্যাকসিনের ডোজ এসেছে। তারপরে আবার সাড়ে ৩ লাখ কভিশিল্ড এর ডোজ আসছে কালকে। ফলে এবারে বাংলায় করোনা ভ্যাকসিনের আকাল অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে।