সালমান খানের সিনেমা মানেই ভক্তদের উন্মাদনা, তার সঙ্গে মিমার এবং ট্রোলারদের কাছে নতুন নতুন মিম টেমপ্লেট। আর ভাইজানের নতুন সিনেমা রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই, একেবারেই বিকল্প কিছু নয়। কিন্তু এবারে ভাইজান বলিউড ইন্ডাস্ট্রিতে একদম নতুন একটি বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একেতো সিনেমাটি রিলিজ করা হয়েছে বৃহস্পতিবার, যদিও সেদিন ছিল মুসলিমদের খুশির ঈদ। তার পাশাপাশি, এই ছবিটি আবার একই দিনে সিনেমা হলে এবং মোবাইলের ওটিটি মাধ্যমে রিলিজ করা হয়েছে।
তবে সমালোচকদের মন জয় করতে একেবারেই ব্যর্থ হয়েছে এই নতুন ছবি। প্রভুদেবার নির্দেশিত এই ছবি আইএমডিবি তালিকায় সবথেকে খারাপ ছবির মধ্যে একটি হিসেবে চিহ্নিত হয়েছে। তার সাথে সাথেই শুরু হয়েছে সুশান্তের ভক্তদের ছবি বয়কট করার দাবি। ছবি রিলিজ হবার সঙ্গে সঙ্গে টুইটারে ভাইরাল হতে শুরু করেছে বয়কট রাধে এর মতো বেশ কিছু হ্যাশট্যাগ। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই তার ভক্তরা বলিউডের বেশ কিছু ছবি বাতিল করার দাবি নিয়ে সরব হয়েছিল।
এই রোষানলে পড়েছিল অক্ষয় কুমারের লক্ষী, সঞ্জয় দত্তের সড়ক ২ এর মতো বেশ কিছু ছবি। স্বাভাবিকভাবেই, তালিকায় নতুন সংযোজন ভাইজানের রাধে। ঈদে মুক্তি পাবার সঙ্গে সঙ্গে এই ছবিটি বয়কট করার দাবি উঠে মাধ্যমে। তবে এই প্রথম কিন্তু নয়, রাধে ছবিটি বয়কট করা নিয়ে আগেও খানিক চর্চা হয়ে গিয়েছে নেট নাগরিকদের মধ্যে। ট্রেলার রিলিজ করার সঙ্গে সঙ্গেই অনেক নাগরিক জানিয়েছিলেন এই সিনেমাটি কে যত তাড়াতাড়ি সম্ভব বয়কট করা হোক।
#BoycottRadhe
Ye bhi koi kehene ki baat hai pic.twitter.com/l3IKtrFzCy— Suyash upadhyay (@SuyashUpadhya) May 14, 2021
I have not watched any movie after #DilBechara .. What about you guys??#BoycottRadhe #BoycottRadhe4SSR#राधे_फिल्म_का_बहिष्कार_करो
— Mona Lal (@MonaLal28) May 14, 2021
#BoycottRadhe Hindu bhai log ko yah film nahi dekhni chahiye.Jay shree Ram
— dinesh yadav (@yadavdinesh312) May 14, 2021
তবে শুধুমাত্র সুশান্ত সিং রাজপুত এর ভক্তরা না, বেশকিছু ধর্মপ্রাণ মানুষ এই ছবিটিকে বয়কট করার দাবি জানিয়েছেন। তাদের যুক্তি হলো ছবির নামে ‘রাধে’ শব্দটি ব্যবহার করা যাবে না। জানিয়ে রাখি, এই ছবিতে সালমান ছাড়াও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, দিশা পাটানি, রন্দীপ হুডা। তবে, ঈদের সময় সালমান খানের ভক্তদের কাছে এই ছবি কিন্তু একেবারে মন ভালো করে দেওয়ার মত।