অরূপ মাহাত: এটিএম-এ গিয়ে টাকা তোলার দিন শেষ। বাড়িতে বসেই পেতে পারেন এটিএম-এর সমস্ত সুবিধা। ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংক পিএনবি গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এল এমনই এক প্রকল্প। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক-এ একাউন্ট থাকলে আপনিও লাভ করবেন এর সুবিধা। নতুন এই পরিষেবার মাধ্যমে বাড়িতে বসে এটিএম ছাড়াই টাকা তোলার সুবিধা ভোগ করতে পারবেন, যেতে হবে না কোথাও।
বিশেষত, গ্রামীণ এলাকা গুলোতে এই সুবিধা চালু করা হয়েছে বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সূত্রে খবর। এই কাজের জন্য প্রায় ৫০০টি করে ব্যাংক মিত্র নিয়োগ করেছে পিএনবি। যার মাধ্যমে মাইক্রো এটিএম-এর সুবিধা চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক মিত্ররা পরিষেবা নিয়ে বিভিন্ন এলাকায় গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায়। গ্রাহকরা সেখানেই প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন এবং জমাও দিতে পারবেন। তুলতে পারবেন পেনশনের টাকাও। শুধু তাই নয়, এর মাধ্যমে বিদ্যুতের বিল, মোবাইল বিল, ল্যান্ডফোনের বিল, টিকিট বুকিং-সহ অন্যান্য অনলাইন সুবিধাও পাওয়া যাবে।