টলিউডবিনোদন

বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগালেন শুভশ্রী, গাছে জল দিল ছোট্ট ইউভান

Advertisement

গত বছরের সেপ্টেম্বরেই মা হয়েছেন শুভশ্রী গাঙ্গুলী । রাজ অ শুভশ্রীর পরিবারে এসেছে ছোট্ট ইউভান। তাঁদের নয়নের মণি ইউভানের সবে আট মাস আর ছেলের ধীরে ধীরে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তই চুটিয়ে উপভোগ করছেন রাজ ও শুভশ্রী। আর এদের পাশাপাশি নেটিজেনরাও বেশ উপভোগ করছেন। বার্থ সার্টিফিকেটে নাম ইউভান হলেও বাড়ির সকলে আদর করে ডাকে সিম্বা।এই ছেলেকে নিয়ে চক্রবর্তী পরিবারের দিন রাত কেটে যায়। রাজ শুভশ্রীর এই পুত্র হট কেক সোশ্যাল দুনিয়াতে। রাজ পুত্রকে অনেকে টলিউডের তৈমুর বলে ডাকে।

ইতিমধ্যে ইউভানের নামে নামে ফ্যানপেজ খুলে গিয়েছে। এই ফ্যান পেজে ইউভানের নানান কীর্তি কলাপ হয়ে যায় নিমেষে ভাইরাল। ইউভানের জন্মানোর পর ছেলের সাথে কাটানো নানান মুহূর্ত এমনকি ইউভানের অন্নপ্রাশন, প্রথম হামাগুড়ি, প্রথম হাঁটা নিজেদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেন রাজ ও শুভশ্রী। এমনকি এই গরমের সিজনে ছেলের প্রথম নিজের হাতে রসনাই আম খাওয়া আর আমে মাখামাখি ইউভানের এই ছবি পোষ্ট ও শেয়ার করেই থাকেন।

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজ সক্কলেই পরিবেশের মাহাত্ম্য কি বুঝেছে। তাই এইদিনে শুভশ্রী আর ছোট্ট ইউভান বেরিয়ে পড়েছে বৃক্ষরোপন করতে। বর্তমানে ইউভান আর শুভশ্রী এই লকডাউনে হালিশহরের বাড়িতেই সময় কাটাচ্ছেন। এই দিন সকাল সকাল ঘরোয়া আমেজে ধরা দিলেন দুই তারকা। বাড়ির বাগানে মায়ের সাথে নিজের ছোট ছোট হাত দিয়ে গাছ লাগালেন। এই দিন ইউভান ছোট হলুদ টিশার্ট আর ব্লু জিন্স আর মাথায় টুপি পড়ে গাছ লাগাতে ব্যস্ত। কখনো মায়ের কোলে বসে তো কখনো মাটিতে দাঁড়িয়ে গাছ লাগালো এই একরত্তি।

ক্যপাশানে লিখেছেন, “আজ এই বিশ্ব প্রকৃতি দিবসে আসুন আমাদের প্রকৃতিকে রক্ষা করার শপথ নি”। এই পোস্ট শেয়ারের পর অনুরাগীরা অনেক ভালোবাসা জানিয়েছেন। এই উদ্যোগ দেখে অনেকে প্রশংসা করেছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট। উল্লেখ্য, গত এপ্রিল মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন শুভশ্রী। এখন অভিনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে এই লকডাউনে ছেলের সাথেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

Related Articles

Back to top button