Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

ভাইপোর ভয়ে কাঁপে রাজ্যের প্রশাসন, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়কের রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিলেন

Advertisement

গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরেই তিনি সংবাদমাধ্যমের সামনে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। রাজ্যের ভোট পরবর্তী হিংসার চিত্র তুলে এনে নন্দীগ্রামে বিজেপি বিধায়ক তুলোধোনা করলেন সংবাদমাধ্যমকে এবং তার পাশাপাশি একাধিক মন্তব্য করলেন তৃণমূলের বিরুদ্ধে।

এদিন একাধিক বিজেপি বিধায়ক একসাথে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এছাড়াও দলত্যাগ বিরোধী আইন নিয়ে রাজ্যপাল এবং শুভেন্দু অধিকারীর মধ্যে কথা হয়েছে। শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এই আইন কার্যকর করেই ছাড়বেন। এছাড়াও রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি।

তিনি বলেছেন, “তৃণমূল একটা ব্যক্তিকেন্দ্রিক দল, বিজেপি নয়।” এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আবারও তাকে ভাইপো বলেন। তার সঙ্গেই তিনি রাজ্যের নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তিনি বলেন, “রাজ্যে কোনো নারিসুরক্ষা নেই। মহিলা সাংসদদের উপরে হামলা হচ্ছে বাংলায়।” অন্যদিকে আবার অভিষেক বন্দোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনে প্রভাব খাটাতে থাকেন। তাই পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনা।

সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “রাজ্যে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে, রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যে ক্রমাগত ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। অত্যাচারিত হয়েছেন বিজেপি কর্মীরা। বারংবার জনপ্রতিনিধিদের আক্রান্ত হতে হচ্ছে। তৃণমূলের সন্ত্রাসে বহু বিজেপি কর্মী এখনো পর্যন্ত ঘরছাড়া। বাম আমলে এরকম অনেক লড়াই হয়েছে কিন্তু এরকম প্রশাসন আমরা দেখিনি।

Related Articles

Back to top button