করোনা পরিস্থিতি যখন পশ্চিমবঙ্গে চরমপর্যায়ে ছিল সেই সময় মন্দির বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল কালীঘাট কর্তৃপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত লকডাউন ঘোষণা করার পরেই বন্ধ হয়ে যায় কালীঘাট। কিন্তু করোনা পরিস্থিতি আবার একটু খানি সামলে আসার পরেই আবারো খুলতে চলেছে কালীঘাট মন্দির। মঙ্গলবার থেকে সকাল ৬টায় খোলা হয়েছে কালীঘাট। আপাতত বেলা ১২টা পর্যন্ত খোলা থাকে চলেছে কালীঘাট মন্দির। তবে এখনই গর্ভগৃহে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছেনা।
মে মাসে যখন মুখ্যমন্ত্রী করোনা ভাইরাসের কারণে কার্যত লকডাউন ডাকলেন তখন থেকেই সরকারি বিধি নিষেধ জারি করে মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কালীঘাট টেম্পেল কমিটি। তারপরে বীরভূমের তারাপীঠ এবং হুগলি তারকেশ্বর মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সেখানকার মন্দির কর্তৃপক্ষ। এই দুটি মন্দির খুলে দেওয়ার পরেই আজকে কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত নিল কালীঘাট মন্দির কমিটি। আপাতত দিনে ছ ঘন্টা করে মন্দির খোলা থাকছে বলে জানা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সময় বাড়ানো হবে।
মন্দিরের কর্তৃপক্ষ জানিয়েছে, “মা কালী দর্শন এর অনুমতি চেয়ে আমাদের কাছে অনেক অনুরোধ এসেছে। কিন্তু এখনো করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি তাই আমরা দিনে ৬ ঘন্টা করে মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা জানিয়ে দিচ্ছি, করোনা বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে এবং দূর থেকে প্রতিমা দর্শন করে বেরিয়ে আসতে হবে।” এছাড়াও মন্দিরে থাকছে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা।