Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এক বাড়িতে থাকবেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা ও রিয়া

Updated :  Wednesday, June 23, 2021 10:52 AM

গত এক বছর আগে একড়ি খবর সকলকে শিউরে তুলেছিল সুশান্তের আত্মঘাতীর খবর। সুশান্তের মৃত্যুর পর গ্ল্যামার দুনিয়ার যে দুই নায়িকা সবচেয়ে বেশি শিরোনামে থেকেছেন, তাঁরা দুইজনেই অভিনেতার সবচেয়ে কাছের ছিলেন। নিঃসন্দেহে তাঁরা হলেন রিয়া চক্রবর্তী আর অঙ্কিতা লোখান্ডে।সুশান্তের মৃত্যুর পর দুজনেই ভেঙ্গে পড়ে ছিলেন। তবে রিয়াকে সুশান্ত সিং রাজপুত মামলা মূল অভিযুক্তও হিসেবে সবাই কাট গড়াতে দাঁড় করায়। জীবিত থাকাকালীন সুশান্ত কোনওদিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে সরাসরি না বললেও পাপারিজ্জদের ক্যামেরায় বহুবার ধরা পড়েছে।

সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই সুশান্তের গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেম কাহিনি সকলেরই জানা৷ প্রায় সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, কিন্তু ভুল বোঝাবুঝি না বাড়ার জন্য ২০১৬ সালে ভেঙে যায় মানব আর অর্চনার রিল স্টোরি। এরপর অভিনেতার জীবনে বহু জন এসেছে তবে অঙ্কিতার মতো ভালোবাসা কারোর থেকে পাননি। তবে সুশান্তের মৃত্যুর জন্য অঙ্কিতা রিয়াকে দায়ী ও করেছিলেন। জাস্টিস ফর সুশান্ত ক্যাম্পেন ও শুরু করেছিলেন। কিন্তু এর মাঝে বলিপাড়াতে গুঞ্জন নাকি
এক ছাদের তলায় থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে।

বিগ বসের ১৫ নম্বর আসন্ন সিজনের জন্য নাকি অফার গিয়েছে সুশান্তের দুই বান্ধবীর কাছেই। এতদিন যা বলার দুজনে সাক্ষাৎকারে জানিয়েছেন। এবার এক বাড়িতে থেকে কি মুখোমুখি হওয়ার পালা সুশান্তের দুই প্রাক্তন বান্ধবীর? তবে দুজনেই এই সিজনে অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আছে। দুজন একসাথে হবে কিনা তা পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের উপর।তবে বলাবাহুল্য অঙ্কিতা লোখান্ডে আর রিয়া যদি বসের এক ঘরে থাকে তাহলে নানান তর্ক-বিতর্কে ভরপুর শো-তে থাকবেন। আর এই দুই বিতর্কিত ব্যক্তিত্বর জন্য শোয়ের টিআরপি যে চড়চড়িয়ে বাড়বে তা নিয়ে কারোরই সন্দেহ নেই। 

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর প্রয়াত অভিনেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা, এমনকি অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছে। তবে এখন অভিনেত্রী নিজের বর্তমান বয়ফ্রেন্ড ভিকির সাথে সুখে শান্তিতে আছেন। আর রিয়াও এখন কিছুদিন করাদের কাটিয়ে কিছুদিন অন্তরালে থেকে নিজের কাজে মন দিতে চান। শোনা যাচ্ছিল, কাজ খুঁজছেন রিয়া চক্রবর্তী, এ কথা নতুন নয়। বলিউডে সুশান্ত প্রেমিকা যে কাজ পাচ্ছেন না, সে খবরও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। মাস খানেক আগে দক্ষিণী ইন্ড্রাস্টিতে কাজের খোঁজে হায়দরাবাদ পর্যন্ত গিয়েছিলেন রিয়া। সেখানে নাকি বেশ কিছু প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও হয়েছে তাঁর। তবে কোনো কাজ এখনো পাননি অভিনেত্রী।

সূত্রের খবর, অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১ এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত, মহসিন খান, পার্থ সামথান, ক্রুশ্না অভিষেকসহ অনেকেই। শুধু তারকা নয়, এই সিজনে অংশগ্রহণ করতে পারে একজন সাধারণ মানুষ।