Post Office Scheme: মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে পেয়ে যান মাসে ৩৩০০ টাকা পেনশন
পোস্ট অফিস সকলের জন্য নিয়ে এসেছে একটি দুর্দান্ত লাভজনক স্কিম যাতে আপনার ফিউচার লাইফ সিকিওর থাকবে।
ব্যাংকের থেকে পোস্ট অফিসের স্কিমগুলি বর্তমানে অনেক বেশি লাভবান হয়ে উঠেছে মানুষের জন্য। অনেকেই এখনো জানেন না পোস্ট অফিসের বেশকিছু এমন স্কিম রয়েছে যেগুলিতে ইনভেস্ট করলে আপনারা আপনার টাকার নিরাপত্তা তো পাবেনই তার সঙ্গে আপনি হাজারো বেনিফিট আনলক করতে পারবেন। তার সাথে মেয়াদ শেষে উচ্চ রিটার্ন তো আছেই। যদি আপনি নিজের অবসর জীবনের জন্য চিন্তিত থাকেন, তাহলে আপনার জন্য দুর্দান্ত কিছু স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়া পোস্ট।
পোস্ট অফিস সম্প্রতি চালু করে দিয়েছে নিজেদের মাসিক পেনশন প্ল্যান, যেখানে আপনারা ১০০ অথবা ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন। আপনার সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ হবে ৪.৫ লক্ষ টাকা এবং সর্বনিম্ন ১০০০ টাকা থেকে আপনি বিনিয়োগ শুরু করতে পারবেন। সর্বমোট ৩ জন বিনিয়োগকারী মিলে একটি জয়েন্ট একাউন্ট আপনারা খুলতে পারবেন। তবে জানিয়ে রাখি জয়েন্ট একাউন্ট খুললে কিন্তু সর্বাধিক সঞ্চয় এর পরিমাণ থাকবে ৯ লক্ষ।
বিনিয়োগ তো করলেন, বেনিফিট কি পাবেন নিশ্চয়ই এটাই চিন্তা করছেন। আপনাদের জানিয়ে রাখি, স্কিমে যদি আপনি মাত্র ৫০ হাজার টাকা এককালীন বিনিয়োগ করেন তাহলে বার্ষিক ৩৩০০ টাকা পেনশন পেয়ে যাবেন। পাঁচ বছরে সর্ব মোট সুদ পাবেন ১৬ হাজার ৫০০ টাকা। বর্তমান মাসিক আয় স্কিমে ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস।
আপনি যদি এই স্কিমে ইনভেস্ট করেন তাহলে আপনি চক্রবৃদ্ধি হারে সুদ না দিয়ে আপনাকে সরল সুদ দেওয়া হবে। সহজ বাংলায় বলতে গেলে, যদি আপনি মাসে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে পেনশন পাবেন ৫৫০ টাকা করে এবং বছরে পাবেন ৬ হাজার ৬০০ টাকা। আপনার পরবর্তী জীবনের জন্য সিকিউরিটির খাতিরে একটি স্কিম আপনি গ্রহণ করতেই পারেন।