নিউজরাজ্য

প্রবল বৃষ্টিতে ধস দার্জিলিংয়ের জাতীয় সড়কে, সমস্যায় সাধারণ মানুষ

বৃষ্টি মাথায় করে ধস সরানোর কাজ করছে বিপর্যয়ের মোকাবিলা বাহিনী

Advertisement

পাহাড়ি এলাকায় আবারো ভয়াবহ ধস, একদিকে বৃষ্টি কমছে চাইছে না আর অন্যদিকে পাহাড়ি এলাকায় বারংবার ধস নামছে। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই কার্শিয়াং এর তিনধরিয়া এলাকায় ধস নেমেছে। এই ধস নামার ঘটনায় স্বভাবতই চিন্তায় রয়েছেন এলাকার মানুষ। আপনাদের জানিয়ে রাখি, পাহাড়ি এলাকার সঙ্গে শিলিগুড়ির এই একটি অন্যতম প্রধান রাস্তা। সেই রাস্তাটাই ধস নামার কারনে এই রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে গিয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন পাহাড়ি অঞ্চলের মানুষ।

শিলিগুড়ির সঙ্গে পাহাড়ের যোগাযোগ কার্যত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছে। একমাত্র রোহিনী এবং মিরিক হয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি চলছে। টয় ট্রেন লাইনের ক্ষতি হয়েছে এই ধসের কারণে। শিলিগুড়ি এবং তার লাগোয়া পাহাড়ি এলাকায় লাগাতার বৃষ্টি চলছে। তার মধ্যেই, বিপর্যয় মোকাবিলা দলকে কাজে নেমে ধ্বস সরানোর কাজ করতে হচ্ছে। যার ফলে প্রবল সমস্যার মুখে পড়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। আর একদিকে যেমন বৃষ্টি, অন্যদিকে আবার রাস্তায় ভয়াবহ ধস, সব মিলিয়ে বেশ বিপর্যস্ত অবস্থায় পাহাড়ি অঞ্চলের মানুষেরা।

যদিও এই প্রথম নয় পাহাড়ি অঞ্চলে ধ্বস। কিছুদিন আগেই বিজন বাড়ি এলাকায় ধস নেমেছিল। কিন্তু এবারে সরাসরি জাতীয় সড়কের উপরে ধস নামায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নামার কারণে বেশ কিছু গাড়িকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হচ্ছে এবং অন্য দিকে ঘুরানোর চেষ্টা করা হচ্ছে। এর আগেও ২০২০ সালে পাগলাঝোরার কাছে একটি জাতীয় সড়কে ধস নেমেছিল। সেই রাস্তায়এখনো ঠিক করার চেষ্টা চলছে।

অন্যদিকে, তিনধরিয়া অঞ্চলের রাস্তাটায় দীর্ঘদিন পরে সড়ক মেরামতের কাজ করা হয়েছিল। রাস্তা আবার ভালো পরিস্থিতিতে ফিরে এসেছিল কিন্তু তার মধ্যেই আবার ধস। যার ফলে, একদিকে যেমন মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ তেমনি সকলেই কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। অন্যদিকে আবার উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে এই ধস সরানোর কাজ কবে শেষ হবে, সেই নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।

Related Articles

Back to top button