Madhyamik Result 2021: মাধ্যমিকের নম্বর নিয়ে বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর নির্দিষ্ট সময় অনুযায়ী মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
এ বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সমস্যার শেষ নেই। মাধ্যমিক এখনো পর্যন্ত অনেক পরীক্ষার্থীর নম্বর মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে পৌঁছায় নি। অনেকের আবার নম্বরে ভুল হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদ বেশ সমস্যার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে তারা নম্বর জমা দেওয়ার তারিখ বৃদ্ধি করার ঘোষণা করেছে, যাতে শিক্ষক শিক্ষিকার আরেকটু সময় পেয়ে যান নিজেদের ছাত্র-ছাত্রীদের নম্বর ঠিকঠাকভাবে দেওয়ার জন্য।
পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২৭ শে জুন থেকে ২৪ ঘণ্টার জন্য নম্বর জমা দেওয়া যাবে। মাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও বিশেষ গাণিতিক পদ্ধতিতে মূল্যায়ন এর ব্যবস্থা করা হয়েছে এ বছরের মাধ্যমিকের ক্ষেত্রে। এ বছরের মাধ্যমিক পরীক্ষায় নবম শ্রেণীর নম্বরের উপর ৫০% নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এছাড়া বাকি নম্বরটা থাকবে দশম শ্রেনির ইন্টার্নাল ইভিলিউশন এর উপরে।
কিন্তু এখনও পর্যন্ত প্রায় ২২ হাজার পরীক্ষার্থী নম্বর জমা পড়েনি। এই কারণে বাকি পরীক্ষার্থীকে নম্বর জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন পর্যন্ত যা কথা ছিল, ২০ জুলাই এর মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। তবে দেখার বিষয় হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক এর নম্বর প্রকাশ করতে পারে নাকি না।