দেবাঞ্জন কাণ্ডে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা
অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দেবাঞ্জন দেব, এই নামটি বর্তমানে বাংলার রাজনীতির সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে যে প্রায় সকলেই এনার ব্যাপারে একাধিক কথা জানেন। আর এ দেবাঞ্জন কে নিয়ে বেশ চাপে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে বেশ কয়েকজন তৃণমূল নেতাদের সঙ্গে দেখা গিয়েছে দেবাঞ্জন এর কিছু ছবি। আর, তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাকে নিয়ে শাসকদলের বিরোধিতা করতে নেমে পড়েছে প্রধান বিরোধী দল বিজেপি।
গতকাল শুভেন্দু অধিকারী সরকার স্বাস্থ্য ভবনে গিয়ে এই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার দাবি জানিয়ে আসেন। আর এবারে কসবায় ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন, যেন যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা দায়ের করা সম্ভব হয়। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
এছাড়াও দেবাঞ্জন এর উপরে নজরদারি করার এবং আটক করার আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথেই তাকে যেন কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেই আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শহরের একাধিক থানায় দেবানজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আর এই সমস্ত মামলা একসাথে করে সিট গঠন করা হবে বলে জানিয়ে দিয়েছেন সিপি ক্রাইম মুরলীধর শর্মা।
পুলিশ সূত্রে খবর কলকাতা কর্পোরেশনের নামে একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন দেবাঞ্জন। ফলে এবারে পৌরসভা এবং ব্যাংক নিয়ে সমস্যা হতে পারে। দেবাঞ্জন এর সঙ্গে প্রথম সারির তৃণমূল নেতাদের ছবি রয়েছে। সেই ছবি নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য, “তৃণমূলের ছত্রছায়ায় থেকে জালিয়াতি এবং চিটিংবাজি চালিয়েছেন দেবাঞ্জন।”